আমফানের দাপট; দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমফানের দাপট; দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি


পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ বুধবার রাত  থেকে বিধ্বংসী আমফান ঝড়ের তান্ডবে ব্যাপক লন্ডভন্ড হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। পূর্ব মেদিনীপুর,

কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়াসহ বেশ কয়েকটি জেলা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অনেক জায়গাতে বাড়ি ভেঙে পড়েছে, জমির চাষাবাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এমনিতেই করোনা ভাইরাস দমনে সারা দেশব্যাপী চলছে লকডাউন। তারমধ্যে গত কয়েকদিন আগে সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলাকে গ্রীন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা দেশ জুড়ে যখন করোনার মহামারী চলছে তখন পশ্চিমবঙ্গ তথা রাজ্য জুড়ে গতকাল থেকে নতুনভাবে সংযোজিত হলো আরো একটি বিপদ আমফান।শক্তিশালী ঝড়ের দাপটে কয়েকটি জেলা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। শক্তিশালী ঘূর্ণি ঝড় আমফানের দাপটটে বর্তমানে পশ্চিমবঙ্গ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের রেশ কিছুটা কম হলেও ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর।

আজ সকাল থেকে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এমনই চিত্র দেখা গেলো সংবাদমাধ্যমের ক্যামেরায় তা ধরা পড়লো। সকলেই বাড়িতে বৃষ্টির মধ্যে সময় পার করছেন। এখন কত তাড়াতাড়ি এই নিম্নচাপ বন্ধ হবে সেই উত্তর জানা নেই কারোর। বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর চাষাবাদের জমি মাটির দেয়াল ভেঙে পড়েছে যার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব অসহায় মানুষদের।

Post a Comment

Previous Post Next Post