সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের শুরুর পর থেকেই পরিযায়ী শ্রমিকদের নানান দুরবস্থার ছবি প্রকাশ্যে এসেছে। আবারও সেরকমই একটি ভিডিও প্রকাশ্যে এল। ভর দুপুরে গরম রাস্তার উপরে দু'জন পরিযায়ী শ্রমিককে গড়াগড়ি খাওয়াল পুলিশ। শুধু তাই নয়, গড়াগড়ি খাওয়া থামলেই চল লাঠিপেটা। এমনই নির্মম দৃশ্য দেখার জন্য আশপাশে অনেকেই ছিলেন, তবে ছবি বা ভিডিও তুলতে। কেউই কোনও প্রতিবাদ করেননি। বরং হাসতে ও মজা পেতে দেখা গেল।
ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের হাপুর জেলার এক রেল ক্রসিংয়ের কাছে। জানা গিয়েছে, ওই দুই পরিযায়ী শ্রমিকের অপরাধ, তাঁরা মুখে মাস্ক পরেননি। আর তাঁদের ওই অবস্থায় দেখতে পেয়েই চড়াও হয় পুলিশ। দেওয়া হয় শাস্তি। রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গড়াগড়ি খেতে হবে। ভিডিওয় আরও দেখা গেল, এক পুলিশ কর্মী চিৎকার করছেন, আর থামলেই এসে লাঠি দিয়ে মারছেন।
জানা গিয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই পুলিশকর্মীকে তলব করা হয়। তদন্তের নির্দেশও দিয়েছেন সিনিয়র আধিকারিকেরা। তবে এই অত্যাচারের ভিডিও আরেকবার প্রমান করল লকডাউনের ফলে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি।
জানা গিয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই পুলিশকর্মীকে তলব করা হয়। তদন্তের নির্দেশও দিয়েছেন সিনিয়র আধিকারিকেরা। তবে এই অত্যাচারের ভিডিও আরেকবার প্রমান করল লকডাউনের ফলে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি।
আরও পড়ুন—
২৫ মার্চ থেকে দেশে লকডাউন চলছে। আর তারপর থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন। গুরুতর অসহায় অবস্থায় দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের রাজ্যে ফেরার চেষ্টা করছেন। তবে গত ১ মে থেকে শ্রমিকদের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবু এখনও রাস্তায় দেখা মিলছে বহু পরিযায়ী শ্রমিকের। উল্লেখ্য গত কয়েক সপ্তাহে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে শতাধিক পরিযায়ী শ্রমিকের।
यूपी के हापुड़ में दो प्रवासी मज़दूरों ने मॉस्क नहीं पहन रखा था तो @Uppolice उन्हें तपती धूप में डंडा मारकर सड़क लोटवा रही है,वीडियो वॉयरल होने के बाद दोनो पुलिसवालों को लाइन हाज़िर किया गया है, ये हैं प्रवासी मज़दूरों के हालात!! @ndtv pic.twitter.com/PlZFmh5cZN
অরিজিনাল ভিডিও দেখুন--
यूपी के हापुड़ में दो प्रवासी मज़दूरों ने मॉस्क नहीं पहन रखा था तो @Uppolice उन्हें तपती धूप में डंडा मारकर सड़क लोटवा रही है,वीडियो वॉयरल होने के बाद दोनो पुलिसवालों को लाइन हाज़िर किया गया है, ये हैं प्रवासी मज़दूरों के हालात!! @ndtv pic.twitter.com/PlZFmh5cZN
— Saurabh shukla (@Saurabh_Unmute) May 19, 2020আরও দেখুন—
#Police torture #migrant workers #Yogi #Yogi state #viral video