
সার্বভৌম সমাচার, দিঘা ঃ সকালের দিকে আম্ফানের কিছুটা শক্তি হ্রাস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু বিকাল গড়াতেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমফান । ক্রমশ্যই চোখ রাঙাতে রাঙাতে বাংলা ও ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। স্থলভাগের সঙ্গে দূরত্ব আরও কমিয়েছে আমফান। ইতিমধ্যেই সুপার সাইক্লোন মোকাবিলায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূলবর্তি এলাকায় নিজের মতো করে প্রস্তুতিও নিয়েছে। কেন্দ্রের তরফ থেকেও এসেছে আশ্বাস। বিপর্যয় মোকাবিলা দল কিছু পরামর্শ জারি করেছে।
আরও পড়ুন—
বুধবার দুপুর বা বিকেলের পর থেকেই আছড়ে পড়তে পারে 'আমফান'। আর তাই বুধবার সারাদিন বাড়ি থেকে না বেরোনোই ভালো। কারণ, বুধবার সন্ধ্যায় দিঘা ও বাংলাদেশের ।হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগে ঢুকতে পারে। সে সময় তার যে ভয়াল রূপ ধারণ করার কথা, আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় ''এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন' বা মারাত্মক ঘূর্ণিঝড়।
দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউনের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচতে এনডিআরএফ-এর তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, “ঝড়ের মধ্যে যদি কেউ ফেঁসে যান, তাহলে কোনও ভাঙাচোড়া বাড়ির ভিতর আশ্রয় নেবেন না। কোনও ইলেকট্রনিক পরিত্যক্ত জিনিস বা ধারালো কোনও কিছুর থেকে দূরে থাকুন। উপড়ে যেতে পারে বিদ্যুতের পোল। তাই মোবাইলে চার্জ দিয়ে রাখুন ও সদা রেডিও বার্তার দিকে কান রাখুন। এছাড়াও শুধুমাত্র সরকারি সতর্কতাতেই বিশ্বাস রাখতে হবে”।
দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউনের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচতে এনডিআরএফ-এর তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, “ঝড়ের মধ্যে যদি কেউ ফেঁসে যান, তাহলে কোনও ভাঙাচোড়া বাড়ির ভিতর আশ্রয় নেবেন না। কোনও ইলেকট্রনিক পরিত্যক্ত জিনিস বা ধারালো কোনও কিছুর থেকে দূরে থাকুন। উপড়ে যেতে পারে বিদ্যুতের পোল। তাই মোবাইলে চার্জ দিয়ে রাখুন ও সদা রেডিও বার্তার দিকে কান রাখুন। এছাড়াও শুধুমাত্র সরকারি সতর্কতাতেই বিশ্বাস রাখতে হবে”।
আরও পড়ুন—
জানা গিয়েছে, পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার ও দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এই ঝড় এখন গতি বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, “বুধবার মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সব জেলাতেই। আপত্কালীন ব্যবস্থা হিসেবে অত্যাবশ্যকীয় জিনিস, খাবার, ওষুধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন। সুরক্ষিত রাখুন আপনার বাড়িকেও। ধারালো কোনও জিনিস খোলা অবস্থায় ফেলে রাখবেন না। নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁধনমুক্ত রাখুন পোষ্যদের।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি এসএন প্রধান জানান, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য মোট ৩৭টি বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে বলা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর সময় করোনা সংক্রমণের আশঙ্কায় পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সরকারী হেল্পলাইন নম্বর ১০৭০।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি এসএন প্রধান জানান, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য মোট ৩৭টি বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে বলা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর সময় করোনা সংক্রমণের আশঙ্কায় পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সরকারী হেল্পলাইন নম্বর ১০৭০।
আরও দেখুন—
#Cyclone Amphan #Amphan #Cyclone #আবহাওয়া দপ্তর #Digha