“ক্ষুদ্র ঋণ মকুব” অপপ্রচার করে বিপাকে একাধিক সংস্থা

“ক্ষুদ্র ঋণ মকুব” অপপ্রচার করে বিপাকে একাধিক সংস্থা

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ কিছু সোশ্যাল নেটওয়ার্ক চ্যানেল বিভ্রান্তিমূলক অপপ্রচার করে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলিকে সমস্যায় ফেলার চেষ্টা চালাচ্ছে । ওই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে ঋণ মকুব করা হয়েছে বলে ভুয়ো প্রচার চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ধরনের বিভ্রান্তিমূলক খবরে ক্ষতিগ্রস্ত হতে পারেন গ্রাহকরাও। জানা গিয়েছে, বন্ধন ব্যাঙ্ক, আশা, আরোহণ-সহ আরও বেশ কয়েকটি সংস্থাকে অপপ্রচার চলছে। যার মধ্যে বন্ধন ব্যাঙ্কের ব্যাপ্তি এবং গ্রাহকসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে বলে জানা গিয়েছে। ক্ষুদ্রঋণ প্রদান ও কিস্তি আদায়ের ক্ষেত্রে পারস্পরিক সংস্পর্শের সম্ভাবনা বেশি।

করোনা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ঋণের কিস্তি আদায়ের কাজ প্রায় থেমে গেছে। তার মধ্যে জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত কাজকর্মে জড়িত ও স্থানীয় সরবরাহের ওপর নির্ভরশীল তারা নতুন করে ঋণ নিয়ে ব্যবসার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন--
জেনে নিন করোনা সম্পর্কে এই ১০টি মূল্যবান তথ্য



অথচ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের কারণে ক্ষুদ্রঋণ মকুবের কোনও সিদ্ধান্তই এখনও পর্যন্ত ঘোষণা করেনি। এছাড়া ব্যাঙ্ক বা কোনও কর্তৃপক্ষ ক্ষুদ্রঋণ মকুবের কোনও ঘোষণাই করেনি।


এই মুহূর্তে সাধারণের সমস্যার কথা মাথায় রেখে ঋণের কিস্তি কয়েক মাস পেছানোর জন্য সরকারি নির্দেশে  দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে কিছু অসাধু চক্র ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলিতে প্রচার চালিয়ে বলেছে, '‌সরকার থেকে জানানো হয়েছে ঋণগ্রহীতাদের আর কিস্তির টাকা ফেরত দিতে হবে না। ব্যাঙ্ক ও ক্ষুদ্রঋণ সংস্থাগুলি সমস্ত ঋণ মকুব করে দিয়েছে।'‌
আরও পড়ুন--


তবে এব্যাপারে সরকারি নির্দেশ, ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে, তবে সেটা সংস্থা ও গ্রহীতার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের ওপর সুদের হার বহাল থাকবে। কিস্তি বন্ধ থাকাকালীন মোট ঋণের ওপর সুদ জমা হতে থাকবে। ফলে ঋণগ্রহীতার ওপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে। আরও বেশি দিন ধরে ঋণ পরিশোধ করতে হতে পারে। পুরনো ঋণ শোধ না করলে কেউ নতুন ঋণ নিতে পারবেন না। আর ওই সমস্ত অসাধু চক্রের বিভ্রান্তিমূলক প্রচারে গ্রাহকরা কিস্তি দেওয়া বন্ধ করলে ব্যবসার উন্নতি ও পরিকল্পনা দীর্ঘায়িত হতে থাকবে।

আরও দেখুন--


#micro debt #social media #organizations propagate #multiple organizations #organizations #Corona #Lockdown

Post a Comment

Previous Post Next Post