সার্বভৌম সমাচার : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৬,৫৫১ জন। ফলে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লক্ষ ৬২ হাজারেরও কিছু বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, একদিনে মারা গিয়েছেন ১,২০৯ জন। এনিয়ে পরপর দুইদিন সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়ল দেশ। এখনও পর্যন্ত দেশে মোট মৃত হয়েছে ৭৬,২৭১ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, একদিনে মারা গিয়েছেন ১,২০৯ জন। এনিয়ে পরপর দুইদিন সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়ল দেশ। এখনও পর্যন্ত দেশে মোট মৃত হয়েছে ৭৬,২৭১ জনের।
আরও পড়ুন--
অন্যদিকে, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, আনলক শুরু হওয়ার পর থেকে রাজ্যে আরও অনেক মৃত্যু হতে পারে। আরও বেশি সংখ্যায় বৃদ্ধেরা সংক্রমিত হলে ভেন্টিসেটরের অভাব দেখা দিতে পারে।
এই মুহূর্তে সারা বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার আক্রান্ত দাঁড়িয়েছে ২,৮০,৪৭,৮২৮ জন। মারা গিয়েছেন মোট ৯ লাখ ৭ হাজারের বেশি। সবথেকে বেশি সংক্রমণ আমেরিকায়, তারপর দ্বিতীয় স্থানে ভারত আর তৃতীয় ব্রাজিল।
এই মুহূর্তে সারা বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার আক্রান্ত দাঁড়িয়েছে ২,৮০,৪৭,৮২৮ জন। মারা গিয়েছেন মোট ৯ লাখ ৭ হাজারের বেশি। সবথেকে বেশি সংক্রমণ আমেরিকায়, তারপর দ্বিতীয় স্থানে ভারত আর তৃতীয় ব্রাজিল।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,