“সঠিক তথ্য দিন। অতিরঞ্জিত হিসাব দিলে তার ফল উল্টো হবে”— মমতাকে হুঁশিয়ারি রাজ্যপালের

“প্রধানমন্ত্রীর দফতরকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিন। অতিরঞ্জিত হিসাব দিলে তার ফল উল্টো হবে”— রাজ্যপাল জগদীপ ধনখড়

সার্বভৌম সমাচার, কলকাতা : রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত এখন প্রায় নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার উপর সাম্প্রতিক উম্পুনের তাণ্ডবে বিধ্বস্ত বাংলা। আর সেই পরিস্থিতিতেও থেকে নেই ট্যুইট যুদ্ধ। রাজ্যপাল বাংলার উম্পুনের তাণ্ডবের পরিস্থিতি নিয়ে ট্যুইট করবার সময় 'ন্যূনতম' লেখায় ক্ষোভে ফেটে পড়ে বাংলার সাধারণ মানুষ। তারপর নিজের 'ভুল' শুধরে নেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে, ফের তিনি কয়েক কদম দূরে সরে গেলেন সহযোগিতার রাস্তা থেকে। এবারে ট্যুইট করে তিনি বলেন, “সেনা ডাকতে কেন এত দেরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।


আরও পড়ুন—


তিনি কলকাতার রাস্তায় সেনার উদ্ধারকার্যের একটি ছবি তুলে ধরে ট্যুইটারে লেখেন, “উম্পুন আছড়ে পড়ার আগে থেকেই সেনাবাহিনী প্রস্তুত ছিল বিপর্যয় মোকাবিলায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক পরে তাঁদের কাজে নামিয়েছে। শুধুশুধু এতজন মানুষকে দুর্ভোগ পোহাতে হল। সেনা খুব অল্প সময়ের মধ্যে দারুণ কাজ করেছে”।

এতেই থেমে থাকেননি রাজ্যপাল। তিনি রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। সেটা রাখলে তিন দিন আগেই সেনাবাহিনীকে তলব করা যেত। প্রধানমন্ত্রীর দফতরকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দিন। অতিরঞ্জিত হিসাব দিলে তার ফল উল্টো হবে”।

আরও পড়ুন—

তিনি আরও লেখেন, “সাধারণ মানুষকে বলব, এখন শান্ত থাকুন। এখন সহ্য করুন। প্রতিক্রিয়া দেখানোর সময় পরেও পাবেন। উদ্ধারকারী সংস্থাগুলিকে বলেছি, শহরে পরিস্থিতি স্বাভাবিক হলে সবার শেষে রাজভবনে আসবেন। এখন নয়”।

তবে রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে তৃণমূল শিবির কটাক্ষ করেছে বলেছে, “এখন কাজের সময়। কিন্তু এখন মানুষকে পরিষেবা ফিরিয়ে দেওয়া প্রয়োজন। রাজ্যপাল ট্যুইট করেই ক্ষান্ত থাকেন। তাই ওনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো সময় এখন কারও নেই।'

গ্রাফিক্স : মনু

আরও দেখুন—




#Mamata #governor #threatened  #corona #lockdown

Post a Comment

Previous Post Next Post