বন্ধ হয়ে যেতে পারে মোবাইল পরিষেবা, স্যাটেলাইট ! ধারণা স্পেশ এজেন্সির

বন্ধ হয়ে যেতে পারে মোবাইল পরিষেবা, স্যাটেলাইট ! ধারণা স্পেশ এজেন্সির

সার্বভৌম সমাচার ঃ বিপর্যয় যেন পিছু ছাড়ছে না। শুরুতেই করোনার প্রকোপ। তার মাঝেই আমফান ঝড় ধেয়ে এল বাংলা ও ওড়িশায়। বাংলার বেশিরভাগ জেলাকে তছনছ করে দিল। এখনও সেই তাণ্ডব থেকে কাটিয়ে উঠতে পারেনি বাংলার মানুষ। আর তারমধ্যে বিশ্বের কপালে নতুন চিন্তার ভাঁজ। তবে এবার কোন ঘূর্ণিঝড় বা রোগ নয়। বরং আরও কয়েকধাপ এগিয়ে মারাত্মক খবর শোনালো ইউরোপিয়ান স্পেশ এজেন্সি। বিজ্ঞানীরা তাঁদের তোলা কিছু স্যাটেলাইট ছবি ও তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে আসছে। আর তার ফল হবে ভয়াবহ ।


বিজ্ঞানীরা বিশদে যা জানালেন, পৃথিবীর চৌম্বকক্ষেত্র এমন এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে শুরু করে বিস্তৃত আছে মহাশূন্য পর্যন্ত । আর ভূপৃষ্ঠে এর আয়তন রয়েছে ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা । এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের জন্যই মহাবিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ধরনের মহাজাগতিক রশ্মি থেকে প্রতিনিয়ত রক্ষা পাচ্ছে আমাদের পৃথিবী । তবে যদি কোনওদিন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শূন্য হয়ে যায় তাহলে এ গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা আরও জানাচ্ছেন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের চৌম্বক ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। যা কিনা বেশ দুশ্চিন্তার কারণ।

 আরও পড়ুন—

তবে এই চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে কী হতে পারে ? সে বিষয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন, তাঁদের ধারণা ভূচৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়ার ফলে পৃথিবীর মেরুর পরিবর্তনের লক্ষণ হতে পারে। গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ ও ম্যাগনেটিক সাউথের । তবে বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে ৭ লক্ষ্ ৮০ হাজার বছর আগে একবার পৃথিবীর মেরু পরিবর্তন ঘটেছিল।

বিজ্ঞানীদের কথায়, এরফলে প্রাথমিকভাবে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে । স্তব্ধ হয়ে হতে পারে মানবসভ্যতা। বিজ্ঞানীরা শুধু এই টুকুই আশার আলো দেখাচ্ছে যে, এই ঘটনা ঘটতে সময় লাগবে বহু বছর । তবে টুক করে যে একদিনেই এটা ঘটবে এমন সম্ভাবনা একেবারেই নেই ।

আরও দেখুন—



#Mobile services #satellites #shut down #idea of space agency #space agency #space #agency

Post a Comment

Previous Post Next Post