সার্বভৌম
সমাচার, ঢাকা ঃ দুই শতাধিক বছরেরও পর এতবড় শক্তিশালী সাইক্লোন এল দুই বাংলা জুড়ে। ভয়ানক
আম্পান। যা বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত এনেছে। কিন্তু তারপর দুদিন পার হয়ে গেলেও
এখনো পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক গ্রাম জলে ডুবে আছে। ব্যাপক ক্ষতি হয়েছে
বাড়িঘরের, কৃষিজমি ও চিংড়ি ঘেরের । দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌছালেও তা যথেষ্ট
নয়। আবার এখনও পর্যন্ত ভেঙে পড়া বাঁধগুলোর মেরামত পর্যন্ত না হওয়ায় বিস্তীর্ণ এলাকা
জলে ডুবে আছে। যার ফলে চরম ভাবে ক্ষতিগ্রস্ত ওই সমস্ত এলাকার সাধারন মানুষ।
তবে ওই
এলাকার মানুষের দাবি, “এখন আমরা ত্রাণ চাই না, আমরা একটা নিরাপদ আর শক্ত বেড়ি বাঁধ
চাই। যাতে মানুষকে বারবার দুর্ভোগ পোহাতে না হয়। আইলায় একবার গ্রামগুলো ডুবে গ্যাসে,
সিডরে ডুবে গ্যাসে, আম্পানে আবার ডুবে গেল, এজন্য মানুষ চায় শক্ত একটা বেড়ি বাঁধ”।
ঘরবাড়ি
হারিয়ে মানুষ যেমন বিপর্যস্ত, তেমনি তাদের জীবন জীবিকাও এখনও বড়ধরনের হুমকির মুখে।
তারা জানেন না কীভাবে তারা আবার ঘুরে দাঁড়াবেন।
আরও জানা গিয়েছে, বাংলাদেশের ভেতরে সবচেয়ে বেশি বাগদা চিংড়ির চাষ হয়- এই
গাবুরায়। এখানে প্রচুর চিংড়ি উৎপাদন হয়। কিন্তু সেই সব নদীতে ভেসে গেছে। যাতে মানুষের
প্রচণ্ড ক্ষতি হয়েছে। সে ক্ষতির কোন সীমা নেই। "
সমস্ত তথ্য সুত্র : BBC
আরও দেখুন—