
সার্বভৌম সমাচার ঃ আজ শনিবারে ইদের চাঁদ দেখা যায়নি। আর তাই সোমবার অর্থাৎ আগামী ২৫ মে দেশজুড়ে উদযাপিত হবে ইদ-উল-ফিতর। সংবাদ সংস্থা পিটিআইকে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ শাহ বুখারি একথা জানিয়েছেন ।
তবে দেশজুড়ে কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং দেশব্যাপী লকডাউনের কারণে শাহি ইমাম সকলকে বাড়িতে থেকেই নমাজ পড়ার আবেদন করেছেন।
তবে দেশজুড়ে কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং দেশব্যাপী লকডাউনের কারণে শাহি ইমাম সকলকে বাড়িতে থেকেই নমাজ পড়ার আবেদন করেছেন।
আরও পড়ুন--
সুত্রের খবর, সম্ভবত এই প্রথম দেশ জুড়ে মসজিদ এবং ইদগাহে গণ-নমাজ অনুষ্ঠিত হচ্ছে না; কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনেই সব ধরণের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার।
আরও দেখুন--
#Eid #Eid will be celebrated on Monday #when will be celebrate Eid #Shahi Imam