
সার্বভৌম সমাচার : মহামারী করোনার দাপটে ছারখার আমেরিকা। মৃত্যুর মিছিল এখনও অব্যাহত ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মুলুকে।
ইতিমধ্যে লক্ষ ছুঁতে চলেছে মৃত্যুর সংখ্যা । এবারে মৃত ব্যাক্তিদের সম্মান জানাল সে দেশের অন্যতম গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। জানা গিয়েছে, নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের প্রথম পাতায় তুলে ধরল মৃত ব্যক্তিদের নাম। বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় আপাতত শীর্ষে রয়েছে আমেরিকা।
আরও পড়ুন—
আমেরিকায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লক্ষ। তারমধ্যে ৯৮,৬৮৩ জনের মৃত্যু হয়েছে । অর্থাৎ মৃতের সংখ্যা লক্ষ পার হতে এখন শুধু অপেক্ষামাত্র । আর তার জন্য সে দেশের ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছে বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সে দেশের প্রশাসনিক কর্তারা। আর তারপর এবারে পরোক্ষভাবে সংবাদমাধ্যমও কটাক্ষ করল ট্রাম্পকে । প্রথম পাতার শিরোনামে লেখা হয়েছে, 'আমেরিকায় মৃতের সংখ্যা এক লক্ষের কাছে। এ এক বেহিসেবি ক্ষতি'।
এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের ন্যাশনাল এডিটর মার্ক ল্যাসি জানিয়েছেন, 'আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা ১০০ বছর পরেও মানুষের মনে দাগ কাটবে। যা দেখে তখনও মানুষ বুঝতে পারবে এই সময়ে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম।
আরও দেখুন—
এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের ন্যাশনাল এডিটর মার্ক ল্যাসি জানিয়েছেন, 'আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা ১০০ বছর পরেও মানুষের মনে দাগ কাটবে। যা দেখে তখনও মানুষ বুঝতে পারবে এই সময়ে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম।
আরও দেখুন—
#Trump #Donald Trump #America