
সার্বভৌম সমাচার, ওয়াশিংটন ঃ মহামারী করোনার দাপটে এখন ছারখার আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মুলুকে এখনও অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল । ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা লক্ষ ছুঁতে চলেছে । আর এসবের মধ্যেও না কি পরমাণু অস্ত্র পরীক্ষার পরিকল্পনায় ব্যস্ত ট্রাম্প সরকার। আপাতত এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াশিংটন পোস্ট'। ওই সংমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে সেদেশে। জানা গিয়েছে, রাশিয়া ও চিনের হুমকির জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন। তবে ১৯৯২-এর পর এই প্রথমবার আমেরিকা এমন পরীক্ষা করার কথা ভাবছে।
আরও পড়ুন—
করোনার মোকাবিলায় ব্যর্থ আমেরিকা, দলিল ছাপল 'নিউইয়র্ক টাইমস'
গত ১৫ মে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “একটি বৈঠক হয়েছে , সেখানে মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল, চিন এবং রাশিয়া গোপনে কিছু কিছু পরীক্ষা করছে। তার জবাবে প্রস্তুতিতেই এই পরিকল্পনা। যদিও এই দাবি মানতে রাজি নয় ওই দুই দেশ।
উল্লেখ্য, সামনেই আমেরিকার নির্বাচন। আর নির্বাচনের আগেই করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ট্রাম্প সরকারকে। তবে এই রকম জাতীয় পরিস্থিতিতে হোয়াইট হাউজ দ্বিতীয়বার দখল করতে গেলে নিজেদের অবশ্যই ক্ষমতার পরিচয় দিতে হবে ট্রাম্পকে। আর তাই নাকি এই পরিকল্পনা; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও দেখুন—
#Trump #test nuclear #nuclear #nuclear weapons
আরও পড়ুন—
করোনার মোকাবিলায় ব্যর্থ আমেরিকা, দলিল ছাপল 'নিউইয়র্ক টাইমস'
গত ১৫ মে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “একটি বৈঠক হয়েছে , সেখানে মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল, চিন এবং রাশিয়া গোপনে কিছু কিছু পরীক্ষা করছে। তার জবাবে প্রস্তুতিতেই এই পরিকল্পনা। যদিও এই দাবি মানতে রাজি নয় ওই দুই দেশ।
উল্লেখ্য, সামনেই আমেরিকার নির্বাচন। আর নির্বাচনের আগেই করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ট্রাম্প সরকারকে। তবে এই রকম জাতীয় পরিস্থিতিতে হোয়াইট হাউজ দ্বিতীয়বার দখল করতে গেলে নিজেদের অবশ্যই ক্ষমতার পরিচয় দিতে হবে ট্রাম্পকে। আর তাই নাকি এই পরিকল্পনা; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও দেখুন—
#Trump #test nuclear #nuclear #nuclear weapons
উল্লেখ্য, সামনেই আমেরিকার নির্বাচন। আর নির্বাচনের আগেই করোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে ট্রাম্প সরকারকে। তবে এই রকম জাতীয় পরিস্থিতিতে হোয়াইট হাউজ দ্বিতীয়বার দখল করতে গেলে নিজেদের অবশ্যই ক্ষমতার পরিচয় দিতে হবে ট্রাম্পকে। আর তাই নাকি এই পরিকল্পনা; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও দেখুন—
#Trump #test nuclear #nuclear #nuclear weapons