শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার

শিশুদের মধ্যে খাদ্যবিতরণ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার

সার্বভৌম সমাচার, বনগাঁ : করোনা আবহে এমনিতেই নাজেহাল সাধারন মানুষ। তার উপর নতুন করে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত সম্পূর্ণ জেলা। এবারে সাধারন মানুষের খোঁজখবর নিতে বনগাঁয় এলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। ঘুরে দেখলেন সমস্ত এলাকা। তার সংঘে ছিলেন বনগাঁ মহকুমার তৃণমূল কংগ্রেসের আহবায়ক গোপাল শেঠ।

বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ১ হাজার শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। এদিন সম্রাট বাবু জানান, “সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে বাংলার প্রতিটি কোনায় তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা আমফান ও করোনা মোকাবিলায় নিজেদেরকে নিয়োজিত করেছে”।


আরও দেখুন--





#Samrat Tapadar #state Trinamool Youth Congress #general secretary #among the children

Post a Comment

Previous Post Next Post