ব্যর্থতার দায় এড়ালেন ফিরহাদ; বললেন, দায় সরকারের নয় CESC-র

ব্যর্থতার দায় এড়ালেন ফিরহাদ; বললেন, দায় সরকারের নয় CESC-র

সার্বভৌম সমাচার, কলকাতা : ঘূর্ণিঝড় আমফানের কবলে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য এবারে সরাসরি সিইএসসি (Calcutta Electric Supply Corporation)কেই দায়ী করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তার কথায়, “এই ব্যর্থতার দায় সরকারের নয়। সিইএসসির জন্য মানুষের অসুবিধা হয়েছে। তারা এই অসুবিধার কথা আমাকে জানায়নি। ওদের কর্মী ছিল। ভাল কথা। থাকতেই পারে। কিন্তু সেটা না জানালে বুঝব কী করে”? এছাড়াও এদিন ফিরহাদ দাবি করেন, “সিইএসসি তো সরকারি নয়, তাহলে রাজ্য কেন দায় নেব”?




এদিন কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেছেন, “সব পাম্পিং স্টেশন চলছে। সব বড় রাস্তা থেকে গাছ সরানো হয়েছে। ভিতরের রাস্তায় কাজ চলছে। গাছ কাটার জন্য অতিরিক্ত কর্মী লাগানো হয়”।

এরপর ফিরহাদকে বিদ্যুৎ না থাকলে পুরসভা জল পাঠায়নি কেন? এই বিষয়ে পাল্টা প্রশ্ন করলে তিনি দাবি করেন, “জল পাঠানো হয়েছে। সব আবাসনের নিচে। যারা বয়স্ক বা অনেক উপরে থাকেন তাদের অসুবিধা হয়েছে। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। সেনা, এনডিআরএফ সাহায্য করায় দ্রুত সচল হয়েছে শহর। তবে এখন দোষারোপের সময় নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কাজ, চলছে। কাল,ঈদের দিনেও কাজ চলবে”।
আরও দেখুন—

Post a Comment

Previous Post Next Post