বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে দশ নম্বরে ভারত

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে দশ নম্বরে ভারত

সার্বভৌম সমাচার : সারা বিশ্বে এই মুহূর্তে করোনা ভাইরাসের শিকার হয়েছেন ৫৫ লক্ষ মানুষ। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ৪৬ হাজারেরও বেশি। আর এই করোনার সংক্রমণের শিকার হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ গুলির মধ্যে দশ নম্বরে উঠে এল ভারত। গত ২৪ ঘণ্টায় ৬,৯৭৭ জন দেশে করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪,০০০। তারমধ্যে গত ২৪ ঘণ্টাতেই ১৫৪ জন মারা গিয়েছেন। উল্লেখ্য ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ে; বর্তমানে তা বিশ্বের ১৯৬টি দেশে ছড়িয়ে গিয়েছে । দেশে লকডাউনের ফলে করোনা ভাইরাসের তাণ্ডব সেভাবে বাড়তে পারেনি। কিন্তু গত কয়েকদিন ধরে লকডাউনে নানান শিথিলতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তারমধ্যে আবার আজ থেকে শুরু হচ্ছে আন্তঃরাজ্য বিমান পরিষেবাও ।

আরও পড়ুন—

করোনা সংক্রমণের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশেগুলির মধ্যে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। আমেরিকার সংখ্যাটা এখন ১৬ লক্ষ ছাড়িয়েছে। সেখান মৃতের সংখ্যাও প্রায় ১ লক্ষের কাছাকাছি।

ভারতে গত চার দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হারে ভারতের মহারাষ্ট্র্র এগিয়ে। সেখানে এখন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০ । শুধুমাত্র গত রবিবারেই সেখানে আক্রান্ত হয়েছেন ৩,০৪১ জন। যা মহারাষ্ট্রের আক্রান্তের হিসাবে নতুন রেকর্ড।

আরও পড়ুন—

একদিকে লকডাউন শিথিল হয়েছে। অন্যদিকে অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরছে। এই পরিস্থিতিতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে সরকার এখন সেটাই দেখার। তবে এই মহামারীর মোকাবিলায় সর্বপ্রথম আমজনতাকেই এগিয়ে আসা উচিৎ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও দেখুন—









#World Corona #lockdown #India in 10

Post a Comment

Previous Post Next Post