খাঁচায় বন্দী হল একটি চিতাবাঘ

খাঁচায় বন্দী হল একটি চিতাবাঘ

সার্বভৌম সমাচার : বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল একটি চিতাবাঘ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বানারহাট থানার হলদিবাড়ি চাবাগানে। চিতাবাঘটি বন্দী হবার পর শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এই চিতাবাঘটি বেশ কিছুদিন ধরে এলাকায় উৎদ্রব চালাচ্ছিল।

আরও পড়ুন--

প্রায় একমাস আগে চা বাগানের ২৬ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়। কিন্তু কিছুতেই চিতাবাঘটি ফাদে পড়ছিল না। অবশেষে শনিবার ভোরে চিতাবাঘটি ধরা পড়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। রেঞ্জার শুভাশীষ রায় জানান, স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post