সার্বভৌম সমাচার : উন্নয়ন এবার জ্যোতিপ্ৰিয় মল্লিকদের বাড়িতে গিয়ে দাঁড়াবে, হুঙ্কার দিলেন বিজেপির অন্যতম রাজ্য সহ সভাপতি বিশ্বপ্ৰিয় রায় চৌধুরী। উত্তর চব্বিশ পরগণার বারাসাতে দলীয় পার্টি অফিসে সহসভাপতি রিতেশ তিওয়ারিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি।
বিশ্বপ্ৰিয় রায় চৌধুরী মুখ্যমন্ত্রীর কড়াভাষায় সমালোচনা করে বলেন, নারী হয়ে রাজ্যে নারী ধর্ষণের পরে নারীদের মূল্য নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী। এরপরে বিশ্বপ্ৰিয়বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্ৰিয় মল্লিকের বিধানসভা নির্বাচনে ২৩৫ টি আসন জেতার দাবীকে কার্যত কটু ভাষায় আক্রমণ করেন তিনি।
নাম না করে অনুব্রত মন্ডলের উন্নয়ন কেন্দ্রিক বক্তব্য আউড়ে তৃণমূল নেতাদের হুমকির সুরে বিশ্বপ্ৰিয় রায়চৌধুরী বলেন, যে পরিমানে দুর্নীতি করছে তৃণমূল, এবার জ্যোতিপ্ৰিয় মল্লিকদের বাড়িতে গিয়ে উন্নয়ন দাঁড়াবে।
বিশ্বপ্ৰিয় রায় চৌধুরী মুখ্যমন্ত্রীর কড়াভাষায় সমালোচনা করে বলেন, নারী হয়ে রাজ্যে নারী ধর্ষণের পরে নারীদের মূল্য নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী। এরপরে বিশ্বপ্ৰিয়বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্ৰিয় মল্লিকের বিধানসভা নির্বাচনে ২৩৫ টি আসন জেতার দাবীকে কার্যত কটু ভাষায় আক্রমণ করেন তিনি।
নাম না করে অনুব্রত মন্ডলের উন্নয়ন কেন্দ্রিক বক্তব্য আউড়ে তৃণমূল নেতাদের হুমকির সুরে বিশ্বপ্ৰিয় রায়চৌধুরী বলেন, যে পরিমানে দুর্নীতি করছে তৃণমূল, এবার জ্যোতিপ্ৰিয় মল্লিকদের বাড়িতে গিয়ে উন্নয়ন দাঁড়াবে।
আরও পড়ুন--
পাশাপাশি শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সহসভাপতি দ্বয় ও বারাসাত জেলা সভাপতি শংকর চ্যাটার্জী জানান তৃণমূল ও টিম পিকের আর্থিক ও অন্যান্য প্রলোভনে পা দিয়ে বিজেপির মধ্যেই অনেকেই দল বিরোধী কার্যকলাপ করছে। বিশ্বপ্ৰিয় রায়চৌধুরী জানান, দেগঙ্গা, মধ্যমগ্রাম ও গোপাল নগরের তিনজন বিজেপি নেতাকে দল বিরোধী কাৰ্যকলাপের অভিযোগে দল শনিবার বহিস্কার করেছে। উল্লেখ্য, এঁদের একজন সম্প্রতি জেলা সভাপতি শংকর চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের কাছে লিখিত ক্ষোভ জানিয়েছিলেন।
ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনের ছন্দ কেটে বিজেপির অন্যতম সহসভাপতি রিতেশ তিওয়ারি বলেন, শিক্ষা রাজ্যের বিষয়। লকডাউন ও শিক্ষা প্রসঙ্গে বিজেপির মত জানতে গেলে শিক্ষার মত যুগ্ম তালিকা ভুক্ত বিষয়কে রাজ্য তালিকার বিষয় বলে নিজমত ঘোষণা করেন রিতেশ তিওয়ারি।
ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনের ছন্দ কেটে বিজেপির অন্যতম সহসভাপতি রিতেশ তিওয়ারি বলেন, শিক্ষা রাজ্যের বিষয়। লকডাউন ও শিক্ষা প্রসঙ্গে বিজেপির মত জানতে গেলে শিক্ষার মত যুগ্ম তালিকা ভুক্ত বিষয়কে রাজ্য তালিকার বিষয় বলে নিজমত ঘোষণা করেন রিতেশ তিওয়ারি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,