সার্বভৌম সমাচার : উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তরগর্ত মছন্দপুর এলাকার নিমতলা শ্মশান ব্রীজ থেকে এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, মসলন্দপুর ফাঁড়ির আধিকারীক চিন্তামণি নস্কর গোপন সূত্রের খবর পেয়ে আরিফ মন্ডল নামে বয়স ৩২ এর ওই যুবককে গ্রেপ্তার করেছে । ধৃতের কাছ থেকে গাঁজা সহ ১০ লিটার কোডাই মিকচার বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার বাড়ি মছলন্দপুর নিমতলা এলাকায়। আজ ধৃত যুবককে বারাসাত আদালতে পাঠানো হয়।
আরও দেখুন--
আরও দেখুন--