সার্বভৌম সমাচার : ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ খড়গপুর ৬০ নং জাতীয় সড়কের বিষ্ণুপুর ও বাকাদহের মাঝে মড়ার গ্রাম এলাকায়।
বাঁকুড়া অভিমুখে আসা একটি এডবেস্টার বোঝাই লরি সঙ্গে মেদিনীপুর দিকে যাওয়া একটি পাথর বোঝাই লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলেই স্থানীয়দের দাবি। সংঘর্ষের হওয়ার পরে পরে লরি দুটিতে দাও দাও করে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা ও বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়।
আরও পড়ুন--
কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনে যাচ্ছিল না। পরে দুটি দমকলের ইঞ্জিন এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুটি লরি থেকে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় চারটি মৃতদেহ উদ্ধার করেছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। সারদিয়ে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন।
স্থানীয়দের অনুমান লরির চালক ঘুমিয়ে পড়া কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও দেখুন--
আরও দেখুন--