হাবড়া থানায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি

সার্বভৌম সমাচার : আজ ৭ দফা দাবি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি হাবড়া থানায়। এদিন বারাসাত জেলার কুমড়ো, রাউতারা, মছলন্দপুর পঞ্চায়েত বিজেপি মন্ডলীর উদ্যোগে এই কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ। মূলত, তৃণমূলের সন্ত্রাস, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার সহ একাধিক দাবি নিয়ে বিজেপির নেতৃত্ব, কর্মী সমর্থকরা থানার সামনে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির  সাধারণ সম্পাদক চন্দ্র কান্ত দাস, জেলার বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র, জেলা সম্পাদক প্রদীপ চ্যাটার্জী  সহ আরো জেলা নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক।

প্রদীপ চ্যাটার্জী বলেন, " হাবড়ার কুখ্যাত বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের আঙ্গুলি হিলনে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ ও মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। এই স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।"

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post