চাকরীর বিজ্ঞাপনে 'বাংলা ভাষা'কে অন্তর্ভুক্ত না করায় প্রতিবাদ জানালো 'সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ'

চাকরীর বিজ্ঞাপনে 'বাংলা ভাষা'কে অন্তর্ভুক্ত না করায় প্রতিবাদ জানালো 'সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ'

এম এ হাকিম : আসামে চাকরীর বিজ্ঞাপনে যোগ্যতা হিসেবে বাংলা ভাষার কথা উল্লেখ না থাকায় শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ইস্যুতে একাধিক প্রশ্ন তুলে অবিলম্বে যোগ্যতা হিসেবে বাংলা ভাষায় দক্ষতাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বাস্থ্য মিশন, আসাম এর সঞ্চালক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬০ জন ‘আরোগ্য মিত্র’ (এ-আর-এম) এবং ৩৬৯ জন ‘প্রধান মন্ত্রী আরোগ্য মিত্র’ পদে দরখাস্ত আহ্বান করেছেন। এতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রার্থীদের অবশ্যই অসমীয়া, ইংরেজি ও হিন্দি-এই তিন ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। কিন্তু বরাক উপত্যকায় ১৬০টি পদ (কাছাড়ে-৬০, করিমগঞ্জে-৬০, হাইলাকান্দিতে-৪০) রয়েছে। তাহলে বরাকে কী ‘বাংলা’ লাগবে না? বরাকের সরকারি ভাষা আইন উপেক্ষা করে ওই কর্মীরা কী অসমীয়ায় কাজ চালাবেন? বরাকের প্রার্থীরা মাধ্যমিকে ‘অসমীয়া’ না থাকায় এই পদগুলোতে দরখাস্ত করতেই পারবেন না।’


আরও পড়ুন--

এছাড়া ‘১২ সেপ্টেম্বর সারা আসামে বিভিন্ন মাধ্যমের প্রোভিন্সিয়ালাইজড হাইস্কুলগুলোতে ৫ হাজার ৭৪৬ জন স্নাতক শিক্ষককে শূন্যপদের বিপরীতে নিযুক্তি দেওয়ার জন্য দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রার্থীদের মাধ্যম অনুসারে অন্ততঃ মাধ্যমিক পরীক্ষা সেই ভাষায় পাশ করা আবশ্যিক বলে উল্লেখ রয়েছে। কিন্তু ইংরেজি মাধ্যমে পাশ করা প্রার্থীরা যদি অসম সাহিত্য সভা পরিচালিত ‘অসমীয়া ডিপ্লোমা কোর্স’ পাশ করেন তবে তারা যোগ্য বলে বিবেচিত হবেন। অথচ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কতৃক সরকার অনুমোদিত ‘বাংলা ডিপ্লোমা কোর্স’ পাশদের এবার সে সুযোগ দেওয়া হল না। এরআগে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল।’

‘সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে বলেন, ‘ওই ঘটনা ‘বিভিন্নভাবে বরাকের প্রার্থীদের বঞ্চনা করার পরিকল্পিত ষড়যন্ত্র’। এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে পৃথক পৃথক স্মারকলিপি স্বাস্থ ও শিক্ষা দপ্তরে পাঠিয়ে বিজ্ঞপ্তি সংশোধন দাবি করা হয়েছে। এবং বরাকের জনপ্রতিনিধিদের কাছেও প্রতিলিপি পাঠিয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে বলা হয়েছে বলে দিলীপ বাবু জানিয়েছেন।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post