তৃণমূলের প্রধানের বিরুদ্ধে ৪০লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ

তৃণমূলের প্রধানের বিরুদ্ধে ৪০লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ

সার্বভৌম সমাচার : পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে কোনো রেজুলেশন পাস না করে অবৈধভাবে টেন্ডার করে ৪০লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগকারীরা তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত সদস্য। সম্প্রতি তারা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউর রহমানের অভিযোগ গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে কোনো রেজুলেশন পাস না করে অবৈধ ভাবে চল্লিশ লক্ষ টাকার টেন্ডার করেছে এবং সমস্ত টাকা আত্মসাৎ করেছে। তারা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। আর প্রধান মোটা অঙ্কের টাকা দিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক থেকে অন্যান্য সরকারি কর্মীরা।

আরও পড়ুন--


প্রধানের বিরুদ্ধে একই অভিযোগ তুলে ঘটনা তদন্তের দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ নাসিম হক। খোদ দলীয় প্রধানের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েত সদস্যরা এই অভিযোগ করায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের মালদা জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন এই ভাবে অবৈধ ভাবে টেন্ডার করা যায় না এই টেন্ডার বাতিল হয়ে যাবে। যা করার প্রশাসন করবে। দলীয় ভাবে গোটা বিষয়টি দেখা হবে।

বিজেপির মালদা জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন এই অভিযোগ বিজেপির অন্যান্য দল করছেনা অভিযোগ করছেন খোদ তৃণমূলের সদস্যরা। সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সদস্যরা তাই খোদ দলের নেতা কর্মীরা এই অভিযোগ করছে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post