অম্লিতা দাস : খরার থেকেও অতিবর্ষণে আত্মহত্যার হার বাড়ছে কৃষকদের মধ্যে।এক সমীক্ষায় দেখা যাচ্ছে খরার থেকেই বৃষ্টিপাতের আধিক্যর ফলে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন অনেক কৃষকরাই।
অতিবৃষ্টি যে কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ সম্প্রতি পাওয়া গেছে মধ্যপ্রদেশ থেকেই।মধ্যপ্রদেশের এই অতিবৃষ্টির জন্যই সেখানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৮জন কৃষক।আশঙ্কা করা হচ্ছে,অধিক বৃষ্টির ফলে প্রচুর শস্য নষ্ট হয়েছে মাঠের মধ্যেই।ফলে চাষীরা তাঁদের ধার শোধ করতে সক্ষম হয়নি এবং তাঁরা আত্মহননের পথ বেছে নিয়েছেন।২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে এলোমেলোভাবে নির্বাচিত গ্রামীণ অঞ্চলে ৯৪৫৬ জন চাষীর মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগ মৃত্যুই অতিবর্ষণের ক্ষতিতে।সমীক্ষা অনুযায়ী দেখা গেছে অধিক বৃষ্টির সময় কৃষকদের মৃত্যুসংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় ১৮.৭ শতাংশ।আর খরার সময় মৃত্যুসংখ্যা স্বাভাবিক থেকে বেড়ে ৩.৬ শতাংশ।
গতবছরে ভারতে কৃষিক্ষেত্র ও দিনমজুরদের মিলিয়ে মোট আত্মহত্যার সংখ্যা ছিল ৪৩ হাজার।এর মধ্যে কৃষির সাথে যুক্ত মানুষদের মধ্যেই ১০ হাজার ২৮১ জন এই তালিকায়।কৃষক মৃত্যু সংখ্যা ৫ হাজার ৯৫৭ জন।যেসব রাজ্যে কৃষক মৃত্যু বেশি সেগুলি হল মহারাষ্ট্র (৩৮.২ শতাংশ) সবার আগে রয়েছে। এরপরে রয়েছে কর্নাটক (১৯.৪ শতাংশ), অন্ধ্রপ্রদেশ (১০ শতাংশ), মধ্যপ্রদেশ (৫.৩ শতাংশ), ছত্তিশগড় (৪.৯ শতাংশ) ও তেলাঙ্গানা (৪.৯ শতাংশ)।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,