সার্বভৌম সমাচার : একসময়ে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হওয়া সত্ত্বেও মাত্র ৩৪ বছর বয়সে তাঁকে খেলোয়াড় জীবনকে গুডবাই করতে হয়েছিল। ক্রিকেট চলবে আর রবি শাস্ত্রীর কোনও ভূমিকা থাকবে না, ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা ঘটেনি।
আজহারের ব্যাডবুকে থাকা অবসর প্রাপ্ত রবিকে অবশ্য টেনে নেয় কমেন্ট্রিবক্স। অসাধারণ বক্তা শাস্ত্রী, অচিরেই টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে জায়গা করে নেন। যদিও তিনি বাংলার ‘দাদার’ কড়া সমালোচক ছিলেন। এ কারণে বাঙালির চোখে চিরকালের জন্য থেকে গিয়েছেন ভিলেন রবি শাস্ত্রী হিসাবেই|
আজহারের ব্যাডবুকে থাকা অবসর প্রাপ্ত রবিকে অবশ্য টেনে নেয় কমেন্ট্রিবক্স। অসাধারণ বক্তা শাস্ত্রী, অচিরেই টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে জায়গা করে নেন। যদিও তিনি বাংলার ‘দাদার’ কড়া সমালোচক ছিলেন। এ কারণে বাঙালির চোখে চিরকালের জন্য থেকে গিয়েছেন ভিলেন রবি শাস্ত্রী হিসাবেই|
আরও পড়ুন--
বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ, অন্যদিকে ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা সৌরভ গাঙ্গুলি। কোচ বলে কমেন্ট্রিবক্সে সুযোগ পাবেন না রবি শাস্ত্রী। সেটা অবশ্য গত কয়েক বছর ধরেই পাননি তিনি। কিন্তু IPL এর বিভিন্ন মাঠে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। এবার সেটাও বাদ।
সাম্প্রতিক করোনা আবহে সৌরভ ফালতু খরচের বিরোধী। কাজেই রবিকে এবার বাড়িতে বসেই ক্রিকেট দেখতে হবে। অবশ্য যদি কোনও মিডিয়া তাঁকে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে দুবাই পাঠায় তবে সে বিষয় অন্য। তবে এখনও পর্যন্ত এমন কোন আভাস পাওয়া যায়নি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,