সার্বভৌম সমাচার : ১২ সেপ্টেম্বর থেকে আরও ৮০টি বিশেষ ট্রেন চালাবে রেল, এমনটাই জানিয়েছে রেলবোর্ডের চেয়ারম্যান। সেগুলির রিজার্ভেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে।
শনিবার রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, পরীক্ষা বা অন্য কোনও জরুরি কারণে রাজ্যগুলি বাড়তি ট্রেন চাইলে তা দেওয়া হবে। ইতিমধ্যেই ২১০টি বিশেষ ট্রেন চলাচল করছে। তার সঙ্গে চলবে এই ৪০ জোড়া ট্রেনও।
রেল সবকটি ট্রেন দেখে কোথায় বেশি প্রয়োজন তা ঠিক করবে। এর আগে রেল জানিয়েছিল, NEET এবং JEE পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছিল।
আরও দেখুন--
শনিবার রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, পরীক্ষা বা অন্য কোনও জরুরি কারণে রাজ্যগুলি বাড়তি ট্রেন চাইলে তা দেওয়া হবে। ইতিমধ্যেই ২১০টি বিশেষ ট্রেন চলাচল করছে। তার সঙ্গে চলবে এই ৪০ জোড়া ট্রেনও।
আরও পড়ুন--
রেল সবকটি ট্রেন দেখে কোথায় বেশি প্রয়োজন তা ঠিক করবে। এর আগে রেল জানিয়েছিল, NEET এবং JEE পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছিল।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,