সার্বভৌম সমাচার : আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে বিজেপি যুব মোর্চার উদ্যোগে পথঅবরোধে সামিল হলো।
শনিবার সকালে আসানসোলে থানার সামনে শান্তিপূর্ণ অবস্থানের সময় পুলিশ লাঠিচার্জ ও সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির প্রতিবাদে বেলা ১১.৩০ নাগাদ কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে পূর্ব পাঁশকুড়া বিজেপি যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধে সামিল হয়।
এদিন বিজেপি নেতা প্রতিক পাখিরা, দেবব্রত পট্টনায়ক ও রাজু সামন্তের নেতৃত্বে এই অবরোধে সামিল হয়।প্রায় আধঘন্টা অবরোধ চলে দেউলিয়া বাজারে। পরে কোলাঘাট থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
শনিবার সকালে আসানসোলে থানার সামনে শান্তিপূর্ণ অবস্থানের সময় পুলিশ লাঠিচার্জ ও সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির প্রতিবাদে বেলা ১১.৩০ নাগাদ কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে পূর্ব পাঁশকুড়া বিজেপি যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধে সামিল হয়।
আরও পড়ুন--
এদিন বিজেপি নেতা প্রতিক পাখিরা, দেবব্রত পট্টনায়ক ও রাজু সামন্তের নেতৃত্বে এই অবরোধে সামিল হয়।প্রায় আধঘন্টা অবরোধ চলে দেউলিয়া বাজারে। পরে কোলাঘাট থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,
Tags:
জেলার খবর