সার্বভৌম সমাচার : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধানগড়া গ্রাম এখন আর ওই জেলার মানচিত্রেই নেই। কারণ বিগত একমাস ধরে গঙ্গা ভাঙনে আস্ত ওই গ্রামটি তলিয়ে গিয়েছে গঙ্গার গর্ভে। ওই গ্রামের মানুষগুলো বেঁচে আছেন শুধু স্মৃতি ও চোখের জল নিয়ে। এখন পর্যন্ত সরকারি সাহায্য বলতে মিলেছে একটি ত্রিপল ও দু’কেজি চাল।
ঠিকমতো সরকারি সাহায্য না পেয়ে তাই আশেপাশের গ্রামের মানুষ নেমে পড়েছেন তাদের সাহায্য করার জন্য। বিভিন্ন গ্রাম থেকে যারা সেই এলাকার ভাঙ্গন দেখতে আসছেন তাদের কাছেই সাহায্য চেয়ে নিচ্ছেন। সেই এলাকারই ক্ষতিগ্রস্তরা ক্ষোভ উগরে দিলেন সরকারের উপর।
ঠিকমতো সরকারি সাহায্য না পেয়ে তাই আশেপাশের গ্রামের মানুষ নেমে পড়েছেন তাদের সাহায্য করার জন্য। বিভিন্ন গ্রাম থেকে যারা সেই এলাকার ভাঙ্গন দেখতে আসছেন তাদের কাছেই সাহায্য চেয়ে নিচ্ছেন। সেই এলাকারই ক্ষতিগ্রস্তরা ক্ষোভ উগরে দিলেন সরকারের উপর।
আরও পড়ুন--
তারা বলেন, কোন রকমে দিন-আনা-দিন খাওয়া পরিবারের বসবাস ছিল ওই গ্রামে। বহু কষ্ট করে নিজেদের সাধের ঘরটুকু বানিয়েছিলেন; যা আজ গঙ্গার গর্ভে। শেষ সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব ধানগড়া গ্রাম। এলাকার বাসিন্দাদের দাবী, ভোট যখন হবে তখন আমরা বন্ধু, আর অসময়ে কেউ আসে না; কিছু বলেও না।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,