বনগাঁ : নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল, আতঙ্কিত বাসিন্দারা

বনগাঁ : নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল, আতঙ্কিত বাসিন্দারা

সার্বভৌম সমাচার : বনগাঁর গঙ্গানন্দপুরে নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জলl পাটকাঠি দিয়ে আগুন দিতেই জ্বলছে আগুন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনাতি ঘটেছে উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কল্যাণপুরে।

স্থানীয় নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ শুরু করতেই তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বের হতে থাকায় নলকূপ অন্য জায়গায় বসানো হয়l কিন্তু পুরনো নলকূপের গর্ত থেকে জল টগবগ করে ফোটার আওয়াজ পায় বাড়ির লোকেরা l



আরও পড়ুন--


এরপর খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে l গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে উপস্থিত অভিযোগ সঠিক জানতে পেরে l বিডিও এসডিও পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানান l এবং ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা l ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা l

এই বিষয়ে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাফর আলী মন্ডল জানালেন নলকূপের পুরনো গর্ত থেকে জল ফুটছে সেটা আমরা দেখতে পেরেছি এবং পাটকাঠির আগায় আগুন দিয়ে গর্তের মুখে ধরলেই আগুন জ্বলছে l কি কারনে এই ঘটনা ঘটছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সরকারিভাবে সঠিক তথ্য জানার জন্য l

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post