সার্বভৌম সমাচার : অভিযোগ স্ত্রী বেআইনিভাবে মদ বিক্রি করে দীর্ঘদিন ধরে, বারবার বলে কোনো সুরাহা হয়নি হাড়োয়া থানা পুলিশের।
বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বছর ৫০ এর মিনতি বিশ্বাস, ওই মহিলা পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন। এবং তার জেরে পাড়ার লোক রীতিমতো ক্ষিপ্ত হয়ে থাকতো।
বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বছর ৫০ এর মিনতি বিশ্বাস, ওই মহিলা পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন। এবং তার জেরে পাড়ার লোক রীতিমতো ক্ষিপ্ত হয়ে থাকতো।
আরও পড়ুন--
যার কারণে পাড়ার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে মদ্যপের আনাগোনা বেড়ে গিয়ে ছিল যার জেরে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছিল। ওনার স্বামী ৫৫ বছরের জগবন্ধু বিশ্বাস, এবং পাড়ার মানুষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ধৃতকে আজ শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
পাশাপাশি হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এর পেছনে আরও কোনো কেউ জড়িয়ে আছে কিনা সেটাও খতিয়ে দেখছে। মদ বিক্রেতাকে স্ত্রীকে ধরিয়ে দিল তার জন্য এলাকাবাসী স্বামীর জগবন্ধু বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। স্বামীর অভিযোগ দীর্ঘদিন ধরে মদ বিক্রি করতেন তার কথা শুনতেন না তার জন্যই তার স্বামী ধরিয়ে দিলেন স্ত্রীকে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,