রবিবার প্রকাশিত হবে IPL-এর সময়সূচি


রবিবার প্রকাশিত হবে IPL-এর সময়সূচি


সার্বভৌম সমাচার : ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ১৩ তম IPL ক্রিকেট; চলবে ১০ নভেম্বর অবধি। জানা গিয়েছে, রবিবার IPL খোলার চূড়ান্ত সময় সূচি প্রকাশিত হবে| IPL টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল জানিয়েছেন, সমস্যা থাকলেও সময় সূচি বহাল থাকবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন--

সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবু ধাবি ও শারজায়। কোভিড সঙ্কটে থাকা চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় করোনা টেস্ট করার পর শুক্রবার জানা গিয়েছে, তারা খেলতে প্রস্তুত। যদিও তাদের দুই খেলোয়াড় দেশে ফিরে গেছে এবং অন্য একজন এখনও অসুস্থ|

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post