সার্বভৌম সমাচার : গত শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর এলাকায় নলকুপ খুরতে গিয়ে যে গ্যাস উঠার ঘটনা ঘটেছিল। সোমবার দুপুরে সেই সেই ঘটনা খতিয়ে দেখতে এলেন ONGC-এর একটি প্রতিনিধি দল।
এদিন তারা বাড়ির মালিক নারায়ণ চন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেন ও নলকূপের যায়গাটা খতিয়ে দেখেন। চেষ্টা করেন গ্যাস সংগ্রহ করার। যাতে তারা সেইটি ল্যাবে নিয়ে পরিক্ষা করে দেখতে পারেন ঠিক কি ধরনের গ্যাস এটি৷ কিন্তু গ্যাসের গতি কম থাকায় তারা তা সংগ্রহ করতে পারেননি।
আরও দেখুন--
এদিন তারা বাড়ির মালিক নারায়ণ চন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেন ও নলকূপের যায়গাটা খতিয়ে দেখেন। চেষ্টা করেন গ্যাস সংগ্রহ করার। যাতে তারা সেইটি ল্যাবে নিয়ে পরিক্ষা করে দেখতে পারেন ঠিক কি ধরনের গ্যাস এটি৷ কিন্তু গ্যাসের গতি কম থাকায় তারা তা সংগ্রহ করতে পারেননি।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,