অম্লিতা দাস : জীবনের সাথে এবার জীবিকাও বিপন্নে।১লা ডিসেম্বর থেকে ৩০ হাজার এসবিআই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। বিএসএনএলের পর কর্মী ছাঁটাইয়ের পথে এসবিআই।
অর্থনীতি নিয়ে উঠছে প্রশ্ন।খরচ বাড়ছে। জিডিপি নেমে এসেছে চার দশকেরও নীচে।দেশের আর্থিক অবস্থা প্রায় রসাতলে। আর্থিক হাল ঠিক করতে কেন্দ্র বেছে নিলেন কর্মী সঙ্কোচনের পথ।সমীক্ষা অনুযায়ী কর্মীদের স্যালারি দিতে গভর্মেন্টকে যা খরচ করতে হত তা গত দশ বছরে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কারণ বাজারদর বেড়েছে কর্মীসংখ্যার সাথেই।
খসড়া প্রস্তুত।অপেক্ষা শুধুই পরিচালন পর্ষদের অনুমোদনের।২০২০-র মার্চে এসবিআই-এ কর্মী সংখ্যা ছিল ২.৪৯ লক্ষ। ঠিক একবছর আগে এই কর্মী সংখ্যা ছিল ২.৫৭ লক্ষ।পরিকল্পনা অনুযায়ী, যাঁরা স্থায়ী কর্মী অর্থাৎ ২৫ বছর ধরে কাজ করছেন তাঁদের এই তালিকায় আনা হবে।৩০হাজারের মধ্যে ১১,৫৬৫ জন অফিসার এবং ১৮৬২৫ জন কর্মী এই প্রকল্পে অধীনে আসতে চলছেন।
আরও পড়ুন--
এইবছরেরই জানুয়ারিতে বিএসএনএল-এর প্রায় ৭৮ হাজার কর্মীদের নিতে হয়েছে স্বেচ্ছা অবসর। বিএসএনএল-এর মোট কর্মী সংখ্যা ছিল দেড়লক্ষের কিছু বেশি। প্রকল্প অনুযায়ী ৫০ বছর কিংবা তার বেশি বয়স্করা স্বেচ্ছা অবসর নিতে পারবেন। যাঁরা সেই সময় অবসর নিয়েছেন, তাঁরা ৪০ মাসের বেতনের ১২৫ শতাংশ পাবেন। এছাড়াও ছিল পেনশনের সুবিধা।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,