লকডাউনে মধ্যেই বিজেপির মহিলাকর্মীকে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

লকডাউনে মধ্যেই বিজেপির মহিলাকর্মীকে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সার্বভৌম সমাচার : রাজ্যজুড়েই চলছে সার্বিক লকডাউন। এরমধ্যেই প্রকাশ্যে এল দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক হিংসার ঘটনা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার রঘুদেবপুর গ্রামে বিজেপির এক মহিলা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বিজেপি ঘটনার দায় চাপিয়েছে শাসকদলের বিরুদ্ধেই।

অপরদিকে গুলিবিদ্ধ ওই মহিলার পরিবারের দাবি করেছেন, বিজেপি করার অপরাধেই তাদের বাড়ি ভাঙচুর করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকী আশেপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

কলকাতার এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় বিজেপির ওই মহিলা কর্মীর চিকিৎসা চলছে। তাঁর নাম রাধারানি নস্কর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বধূর স্বামী অরুন নস্কর বিজেপির বুথ কমিটির সদস্য। এছাড়া রাধারানি দেবী নিজেও বুথ কমিটির হিসাবরক্ষক।



আরও পড়ুন--

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ১০-১৫ জনের এক দুষ্কৃতী দল হামলা চালায় অরুন-রাধারানির বাড়িতে। ব্যাপক ভাবে ভাঙচুর চালায় তাঁদের বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়িতেও।

এলাকাবাসীর দাবি অরুণকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকেই লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর মাথার পিছনের বাঁ দিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানি নস্কর। এরপর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা।

তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীর দল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। এলাকায় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং অভিযোগের তীর ছোড়েন শাসকদলের দিকেই। যদিও পুরো ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


আরও দেখুন--





Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post