সার্বভৌম সমাচার : বিএসএফ-এর ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের আয়োজনে সুটিয়া হাই স্কুলের অনুষ্ঠিত হল সিভিক অ্যাকসান প্রোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সুনীল কুমার, ডিসি হরেন্দ্র যাদব, স্থানীয় ট্যাংরা কলোনী পঞ্চায়েতের প্রধান রেখারানি মণ্ডল, উপ প্রধান মধুসূদন মিস্ত্রী, মেম্বার বিমল চন্দ্র সরদার, শরত মণ্ডল, দেবাশিষ বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে বিএসএফ-এর পক্ষ থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ৫০০টি ফেসমাস্ক, ৪০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৪০০ পিস সাবান, ব্লিসিং পাউডার ২৫০ কেজি, সোডিয়াম হাইপোক্লোরাইট ২৫০ লিটার বিতরণ করা হয়েছে।