অম্লিতা দাস : পুজোতেই রেল পরিষেবা শুরু করতে ইচ্ছুক ছিলেন রেল কতৃপক্ষ। তবে আনলক পর্বে এমন সিদ্ধান্তে সম্মতি জানায়নি রাজ্য কিন্তু যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল পরিষেবা শুরু করার জন্য এবার রেলের কাছে রাজ্যের চিঠি।
রাজ্যের স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদীর লেখা চিঠিতে প্রতিদিন কয়েক জোড়া বিশেষ ট্রেন চালানোর আর্জি জানিয়ে রেলকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে জানান,স্বাস্থ্যবিধি মেনে সকাল এবং বিকেলে লোকাল ট্রেন চালানো যেতে পারে। এই চিঠিতে যাত্রীদের অসুবিধার কথাও জানানো হয় আর তার সাথেই বোঝানো হয় যে শুধুমাত্র রেলকর্মীদের জন্য ট্রেন চলছে। কিন্তু অন্যান্য সরকারি কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।রাজ্যের বেশিরভাগ গণপরিবহনের পরিষেবা শুরু হয়ে গেছে। এমনকি বিমান পরিষেবাও।সেখানে রেল শুধুমাত্র তাদের কর্মীদের পরিষেবা দিচ্ছে।
রেলে সাধারণ মানুষদের উপস্থিতি নিয়ে বেশ কিছুবার ঝামেলাও হতে দেখা যাচ্ছে।স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, সতর্কতা ও সমস্ত বিধি মেনে মেট্রো পরিষেবা শুরু করতে সফল হয়েছে রাজ্য। সেভাবেই যদি রেল পরিষেবা শুরু করা যায় তবে তা যাত্রীদের জন্য সুবিধাজনক হয়ে উঠবে। রেল পরিষেবাশুরুর আগেই প্রস্তুতি স্বরূপ কিছু পদক্ষেপ নিয়েছেন রেল কতৃপক্ষ। বিভিন্ন স্টেশনে যাত্রীদের জন্য বিশেষ গোলাকার চিহ্ন করা হয়েছে। যাতে ট্রেনে ওঠার আগে তাঁরা পরস্পরের থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারেন। টিকিট কাউন্টারের সামনে দাঁড়ানোর জন্যেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
তবে রাজ্যের এই চিঠি পাওয়ার পর দুই পক্ষের আলোচনার ওপর নির্ভর করবে রেল পরিষেবার পুনঃসূচনা।