সার্বভৌম সমাচার : রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির নতুন ইনড্রাস্ট্রি করেছেন ধর্ষণ কোম্পানি, তিনি এবং তার ভাইরা Employer, আর আমরা মেয়েরা Employee, জানালেন অগ্নিমিত্রা পাল বিজেপি মহিলা মোর্চা সভাপতি আজ, কৃষ্ণনগর আদালতে দাঁড়িয়ে, নদিয়ার কালীগঞ্জ এলাকায় সংখ্যালঘু মহিলা ধর্ষিতার বাড়ি যাবার আগে কৃষ্ণনগর জেলা আদালতে ঘুরে গেলেন।
আদালতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বার্তা দিলেন ধর্ষন কাণ্ডে অভিযুক্ত তিন জন, তারা কেও এলাকার তৃণমূল নেতার ছেলে কেও নেতা, একজন কে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তার করতে হবে।
সব পুলিশ খারাপ না তবে বেশির ভাগ পুলিশ এর তীব্র নিন্দা করেন, রাজ্যে যোগীর সরকার মত কোন ভূমিকা দেখতে পাওয়া যায় না, বিশেষ করে ধর্ষণ কাণ্ডে, 2021 সালে আমরা ক্ষমতাই আসবই সব পুলিশ বুদ্ধিজীবীদের দেখে চিহ্নিত করে রাখা হচ্ছে হিসাব পরে হবে,