সার্বভৌম সমাচার : চলতি বছরে নো এন্ট্রি বোর্ড দেখেই কেটে গেল বাঙালির দুর্গাপুজো। এরই মধ্যে হাইকোর্টের আরো কিছু নির্দেশিকা মানতে হবে রাজ্যকে।দুর্গাপুজোর মতই কালীপূজা, জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে থাকবে নো এন্ট্রির বোর্ড।তার সাথেই এবার উৎসবগুলো হবে বাজিমুক্ত।
রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশার সাথে সাথেই এই রাজ্যেও নিষিদ্ধ করা হল বাজি কেনা,বেচা।এমন বাজি নিষিদ্ধ করার আবেদনে হাইকোর্টে মামলা করেন পরিবেশকর্মীরা।পরিবেশমহল ও চিকিৎসামহল জানিয়েছেন এই সংক্রমণকালে বাজি পোড়ানো হলে বায়ুদূষণের সাথে সাথেই বাড়বে সংক্রমণ।শুনানি রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে। তবে কালীপুজো ও ছট পুজোর ক্ষেত্রে সুনির্দিষ্ট রায় ঘোষণা করা হবে ১০ নভেম্বর। তার আগে জাতীয় পরিবেশ আদালতের এই সংক্রান্ত রায় ঘোষণার জন্য অপেক্ষা করল হাইকোর্ট।
করোনায় আক্রান্ত মানুষদের কথা ভেবে ইতিমধ্যেই বাজি নিষিদ্ধ করেছেন রাজস্থান সরকার।শুধুমাত্র গ্রিন আতশবাজির ক্ষেত্রে চার দেওয়া হয়েছে দিল্লিতে।দুর্গাপূজা শেষ হলেও উৎসমরসুম শেষ নয় রয়েছে কালীপূজো,ছট্ পূজো,জগদ্ধাত্রী পূজো এই সবের সাথেই আসছে বড়দিন।হাইকোর্টের নো এন্ট্রি বোর্ডের নির্দেশে এ বছরের দুর্গা পূজোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে রাস্তায় রাস্তায়।তবে সংক্রমণ ও মৃত্যুর হার এখনও উদ্বেগজনক।তার সাথেই দেশের বিপজ্জনক পাঁচ রাজ্যের মধ্যে অন্যতম এখন পশ্চিমবঙ্গ।সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে থাকার প্রতি জোর দিচ্ছেন চিকিৎসামহল।