অন্যদিকে, রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে ২০১৯ সালের মাধ্যমিকের প্রাপ্ত সর্বোচ্চ চারটি বিষয়ে নম্বরের ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ এর বার্ষিক পরীক্ষার নম্বরের ৬০ শতাংশ, দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট -এর ২০ নম্বর (কলা বিভাগে -এর ক্ষেত্রে) এবং প্র্যাকটিক্যালের ৩০ নম্বর (বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে); সব মিলিয়ে একটি গাণিতিক সমীকরণের মাধ্যমে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি ছিল কলা বিভাগের ক্ষেত্রে- ৮০ নম্বর থিওরি এবং ২০ নম্বর প্রজেক্ট;আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ৭০ নম্বর থিওরি ৩০ নম্বর প্র্যাকটিক্যাল। বর্তমান পরিস্থিতিতে মূল্যায়নের ক্ষেত্রে থিওরি নম্বরে মাধ্যমিক ও একাদশের নম্বর কে গুরুত্ব দেওয়া হল।
সুদীপ গুহ : করোনা পরিস্থিতিতে
সিবিএসসি, আইসিএসসি বোর্ডের পথে হেঁটে পূর্বেই রাজ্য সরকার ২০২০-২১ শিক্ষা বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
পরীক্ষা জন মতের ভিত্তিতে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেদিনই
সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এমন পরিস্থিতিতে নম্বর নিয়ে কি হবে? তা
পরবর্তী ৭ দিনের মধ্যেই
ঘোষণা করা হবে। গতকাল সিবিএসসি বোর্ড তাদের নম্বর নীতি ঘোষণা করার পর আজ দুপুরে
যৌথ ভাবে সাংবাদিক বৈঠকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা
সংসদ এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের
নম্বর নীতি ঘোষণা করেন।
বিদ্যাসাগর
ভবনে প্রথমেই মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যান গঙ্গোপাধ্যায় জানান, এ বছরের মাধ্যমিক
পরীক্ষার মূল্যায়ন হবে ২০১৯ এর নবম এর
বার্ষিক পরীক্ষার ৫০ শতাংশ এবং
দশম এর আভ্যন্তরীণ মূল্যায়ন
এর ৫০ শতাংশের ভিত্তিতে । তিনি আরো
জানান, পরীক্ষার ফলাফলে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে তারা
বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু,সেক্ষেত্রে ওই পরীক্ষার মূল্যায়নই
চূড়ান্ত বলে ধার্য করা হবে।
উল্লেখ্য,এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিলিয়ে পরীক্ষায় বসার কথা ছিল প্রায় ২১ লক্ষ পরীক্ষার্থীর। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি জানান, জুলাই এর মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। একই প্রশ্নের উত্তরে সংসদ সভাপতি জানান, মাধ্যমিক রেজাল্টের পর উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা হবে । তিনি আরো জানান, যে সমস্ত স্কুল গুলি এখনো পর্যন্ত তাদের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মূল্যায়নের পত্র সংসদে জমা করেননি তারা আগামী ২৩ শে জুনের মধ্যে তা যেন জমা করে দেন, তা না হলে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মূল্যায়ন
বাতিল হবে।