অম্লিতা দাস: নন্দীগ্রামের নির্বাচনী ফলাফলের শুনানি পেছানো হলো কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাটি আজ গৃহীত হয়েছে । বিচারপতি কৌশিক চন্দের কারণে শুনানি পেছানো হল আগামী সপ্তাহ পর্যন্ত। সূত্রের খবর, মামলার সম্পূর্ণ শুনানি শুরু হবে আগামী বৃহস্পতিবার।
একুশের নির্বাচনে নন্দীগ্রামের লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।গণনায় ভুল আছে বলেই মুখ্যমন্ত্রী ফের মামলাটি দায়ের করেন বৃহস্পতিবার।আর তার শুনানি হওয়ার কথা ছিল শুক্রবারে।কিন্তু মামলাটি আজ গৃহীত হলেও স্থগিত থেকে যায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এই মামলা নিয়েই আইনি মহল জানিয়েছেন,নির্বাচন সংক্রান্ত মামলায় শুনানির সময় মামলাকারীকে উপস্থিত থাকতে হয়।এই পদ্ধতির জন্য বিচারপতি কৌশিক চন্দ সময় দিয়েছেন এক সপ্তাহ।মামলাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এস এন মুখোপাধ্যায় নন্দীগ্রামের নির্বাচন পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করে পুননির্বাচনের দাবি জানান।