সায়ন ঘোষঃ ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পাচার হওয়ার আগেই বিরল প্রজাতির পায়রা উদ্ধার করলো পুলিশ। কয়েক লক্ষাধিক টাকা যার বাজার মূল্য। ঘটনাটি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাট মহাকুমার অন্তর্গত স্বরূপনগর থানার স্বরুপনগর ব্লকের হাকিমপুর তারালী এলাকায়।
পাচারকারীরা
পায়রা গুলিকে পাচার করার আগে সীমান্তে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে
পেয়ে স্বরুপনগর থানায় খবর দেন। সাথে সাথেই পুলিশের তৎপরতায় ১৬ টি খাঁচাবন্দি বিরল প্রজাতির
পায়রা উদ্ধার করেন। বিশেষত্ব পাঞ্জাব, হিমাচল
প্রদেশের পাহাড়ি এলাকায় দেখা যায়
রি প্রজাতির পায়রা। এদের দেখতে সোনালি, রুপালি ও নীল রংয়ের হয়,১৪" ইঞ্চি লম্বা
ওজন ৩৫০, গ্রাম এরা ৭ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে। এই প্রজাতি পায়রা গুলো পরিচিত “ফ্লাশ”
নামে । এদের পালক দিয়ে বিভিন্ন রকমের অলংকারও তৈরি করা হয়। যার মূল্য আকাশছোঁয়া।
Tags:
জেলার খবর