সায়ন ঘোষঃ
ব্যবসা সংক্রান্ত টাকা আদায় করতে গিয়ে নিখোঁজ বছর আঠাশ এর যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর
২৪ পরগনার বসিরহাট মহকুমার
অন্তগত বসিরহাট থানার
৮ নম্বর ওয়ার্ডের সাইপালা
এলাকায়। নিখোঁজ যুবকের নাম কৌশিক
বসু, পেশায় ব্যাবসায়ী।
বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, মহাকুমার আরক্ষা আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র ছাড়াও সাইবারক্রাইমের অফিসাররা পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এই বিষয়ে, এমনকি প্রতিবেশি ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলে নিখোঁজের রহস্য উদঘাটন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে
পুলিশ প্রশাসন। কৌশিকের মোবাইল ফোন ট্র্যাক করে গন্তব্যস্থান জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিখোঁজ যুবকের মা রীতাদেবি জানান, কৌশিক কে ফোন করলে ফোন
বন্ধ বলছে। পুলিশকে জানানো হয়েছে এই বিষয়ে। তাঁদের ওপর সম্পূর্ণ আস্থা আছে। ইতিমধ্যে আমরা মহকুমা শাসকের কাছে গিয়ে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চেয়েছি। সব মিলিয়ে প্রশাসন পরিবারের পাশে আছে এমনটাই জানাচ্ছে নিখোঁজ পরিবারের সদস্যরা।
গত ১৪ই জুলায়
সোমবার স্বরূপনগর
ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর, বাঁকড়া বিথারি, তেতুলিয়া, কাটিয়াহাট এলাকায় ব্যবসা সংক্রান্ত টাকা আনতে যাওয়ার পর থেকেই নিখোঁজ বলেন জানায়
কৌশিক এর পরিবার। সময়
যত যাচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে তাঁদের মধ্যে। পর পর পাঁচ দিন
কেটে যাওয়ার পর পুলিশের দ্বারস্থ হন কৌশিকের বাবা তরুন বসু
ও মা রীতা বসু। বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন
পুলিশ প্রশাসন।
ছবিতে রীতা বসু, নিখোঁজ যুবকের মা।
Tags:
জেলার খবর