শিক্ষকের ভূমিকায় বিএসএফ জওয়ান, ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের নেশা ছাড়াতে বিএসএফের র্যা লি


সমাচার ঃ বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সীমান্ত এলাকায় বিশেষ র‍্যালি করল বিএসএফ। এরই সঙ্গে নেশা মুক্তির ডাক দিল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির কোম্পানি কমান্ডার এবং সিওর নেতৃতে একটি র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে সীমান্ত এলাকায় নেশা মুক্তির ডাক দেন বিএসএফ। সেই সাথে সাথে শিক্ষকের ভূমিকায় দেখা গেল বিএসএফের কোম্পানি কমান্ডারকে।

স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকায় এর আগে দেখা গিয়েছে যুব সমাজ নানান কারণে নেশার প্রতি আকৃষ্ট হয়েছে। সেই যুব সমাজ যাতে নেশা না করে দেশ সেবায় নিয়োজিত হয় সেইজন্যই বিএসএফের এই র‍্যালি। হাকিমপুর হাই স্কুলের প্রায় তিন হাজার ছাত্র ছাত্রী হাকিমপুর বাস স্ট্যান্ড থেকে হাকিমপুর বাজার পর্যন্ত এক কিলোমিটার হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে নেশা রোখার জন্য তথা সমাজকে নেশা মুক্তির জন্য বার্তা দেওয়া।

অন্যদিকে বিএসএফের জওয়ানরা স্কুলের ক্লাস ঘরে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্র ছাত্রীদের নেশা না করার উপকারীতা সম্পর্কে অবহিত করেন‌। এদিনের এই কর্মসূচিতে বিএসএফের একাধিক আধিকারিকের সঙ্গে যোগ্যসঙ্গত দেন শুভেন্দু শেখর বিশ্বাস সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা।

Post a Comment

Previous Post Next Post