কলকাতায় ভাতের দাবিতে ফাঁকা হাঁড়ি মাথায় নিয়ে মহিলা তৃণমূলের মিছিল


In Kolkata, a procession of grass-fed grasses was taken over the empty bones on the head of rice

সমাচার ওয়েব ডেস্ক : কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ভাতের দাবিতে ফাঁকা হাঁড়ি মাথায় নিয়ে মিছিল করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রবিবার অভিনব ওই মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তৃণমূলের মহিলা নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী বার্তা দেন।

মহিলা তৃণমূলের সভানেত্রী ও রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থানে উদ্যোগী তখন বিজেপি তা ধ্বংস করতে মরিয়া। ধর্মের ভিত্তিতে সিএএ, এনআরসি ও এনপিআর কার্যকর করা হচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি চলছে। কিন্তু বেরারত্ব কমানো, কর্মসংস্থান, দেশের আর্থিক উন্নয়নে কোনও নজর নেই কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের। সেজন্য ভাতের দাবিতে হাঁড়ি হাতে এই মিছিল করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরআগে রাজধানী কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী সভা ও মিছিল করেছেন। এবার সেই ধারা বজায় রেখে কলকাতায় আজ হাঁড়ি মাথায় মিছিল থেকেও কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রস্তাবিত সিএএ-এনআরসি-এনপিআর বাতিলের দাবিতে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা সোচ্চার হলেন।


আজ মিছিলে অংশ নেওয়া মহিলারা ‘সিএএ-এনআরসি-এনপিআর চাই না’, ‘নারীরা বলছে ভাত চাই ভাত দাও’, ‘এনআরসি-সিএএ-এনপিআর ছিঃ ছিঃ’, ‘মোদি-অমিত ছিঃ ছিঃ’, ‘এনআরসি-সিএএ-এনপিআর লজ্জা’ ইত্যাদি সহ বিভিন্ন স্লোগান দেন।

Post a Comment

Previous Post Next Post