
সায়ন ঘোষ, বনগাঁ ঃ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার এক জোট হয়ে কাজ করছে। সাথেই সমাজের একাংশ এই পরিস্থিতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার জনগণের জন্য নানান প্রকল্প ঘোষণা করেছে। করোনার বিরুদ্ধে শামিল হচ্ছে দেশের শিল্পপতি থেকে বহু সাধারণ মানুষ। এবারে এই লড়াইয়ে সামিল হল বনগাঁ সাতভাই কালিতলা মন্দিরের সকল পুরোহিতগণ।
আরও খবর পড়ুন-- চিরুনি শিল্পের শ্রমিকের বনগাঁ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন
রবিবার করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মহাকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদারের হাত ধরে দশ হাজার টাকা দান করল মন্দির কমিটি। সাথেই এদিন বনগাঁ সাতভাই কালিতলা পুরোহিতদের তরফ থেকে পুরাতন বনগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রায় তিনশো মানুষকে কাছে চাল, ডাল থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।