
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ লকডাউনে বন্ধ সব কিছু। এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে স্কুল খোলার পর কী কী গাইডলাইন মেনে স্কুলে ছাত্র-ছাত্রীদের আনা হবে তা নিয়ে। শুধু তাই নয়; প্রচার হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হবে সে বিষয়েও। ওই গাইডলাইন রবিবার সকাল থেকেই সোশ্যাল সাইট জুড়ে ছড়িয়ে পড়েছিল। এমনকি সোশ্যাল সাইটে দেওয়া ওই গাইডলাইনে আরও বলা হয়েছে, লকডাউন পরবর্তী পর্যায় স্কুল খোলার জন্য কী কী প্রস্তাব নেওয়া হয়েছে সেবিষয়েও বিস্তারিত আকারে গাইডলাইন দেওয়া রয়েছে। আর এই বিষয়েই রাজ্য স্কুল শিক্ষা দফতর সুত্রে খবর, সোশ্যাল সাইটে দেওয়া ওই “রবিবার রাতেই ট্যুইট করে এই গাইডলাইন” এর সঙ্গে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কোন সম্পর্ক নেই।
আরও পড়ুন--
রাজ্য স্কুল শিক্ষা দফতর রবিবার রাতে সোমবার সকালে পরপর দুটি ট্যুইট করে জানায় "আমাদের নজরে এসেছে একটি গাইডলাইন আকারের নির্দেশিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট করে আমরা জানাতে চাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে এই গাইডলাইনের কোন সম্পর্ক নেই এবং স্কুল শিক্ষা দফতরের এর তরফে এই ধরনের কোন সার্কুলার দেওয়া হয়নি ।"
আরও দেখুন--
আসলে লকডাউন পরবর্তী পর্যায় কিভাবে স্কুল খুলবে তা নিয়েই মূলত এই গাইডলাইন । তবে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ওই গাইডলাইনে কোনও স্বাক্ষর নেই। আর তার জন্য ওই গাইডলাইন টিকে ঘিরে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তিও শুরু হয়। এছাড়াও ওই গাইডলাইনকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয় । এমনকি বেশ কয়েকজন প্রধান শিক্ষক এ বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগও করেছেন। আর তারপরই বিষয়টি নজরে আসায় নড়েচড়ে বসে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন--
১০ জুন পর্যন্ত রাজ্যে স্কুল বন্ধ। এখনো পর্যন্ত লকডাউন পরবর্তী পর্যায় কিভাবে স্কুল খুলবে তা নিয়ে কোনও গাইডলাইন দেওয়া হয়নি। তাই কারা, কী উদ্দেশ্যে এই গাইডলাইন সোশ্যাল সাইটে ভাইরাল করল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, ইতিমধ্যেই এবিষয়ে সাইবার ক্রাইমের সাহায্যও নিতে চলেছে স্কুল শিক্ষা দফতর।
যদিও এই ভুয়ো গাইডলাইনের সঙ্গে স্কুল শিক্ষা দফতর কোন সম্পর্ক না থাকলেও লকডাউন পরবর্তী পর্যায়ে কিভাবে স্কুল খোলা হবে তা নিয়ে রোডম্যাপ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
যদিও এই ভুয়ো গাইডলাইনের সঙ্গে স্কুল শিক্ষা দফতর কোন সম্পর্ক না থাকলেও লকডাউন পরবর্তী পর্যায়ে কিভাবে স্কুল খোলা হবে তা নিয়ে রোডম্যাপ তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুন--
ইতিমধ্যেই বিভিন্ন জেলার কয়েকজন প্রধান শিক্ষকের থেকে মতামতও চেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সরকারি স্তরে এবং পর্ষদ ও সংসদ গুলির সঙ্গে আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। তারই মধ্যে এই ধরনের ভুয়ো গাইডলাইন কার্যত অস্বস্তিতে ফেলল স্কুল শিক্ষা দফতরকে।
#CORONA #LOCKDOWN #সতর্ক করল স্কুল শিক্ষা দফতর #স্কুল খোলার "গাইডলাইন" #স্কুল খোলার ভুয়ো "গাইডলাইন" #সোশ্যাল মিডিয়া