
সার্বভৌম সমাচার কলকাতা ঃ চতুর্থ দফার লকডাউনে এবারে ছাড় দেওয়া হল সেলুনে। আগেই কথা হয়েছিল, এবারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ২১ তারিখ থেকে রাজ্যে খোলা থাকবে সেলুন ও বিউটি পার্লার। অনেকেই এই অনুমতির জন্য অপেক্ষা করছিলেন। তবে সর্বত্র মানতে হবে স্বাস্থ্যবিধি। যাতে কোনওভাবে সামাজিক দূরত্বের নিয়ম না ভাঙে সেই বিষযেও খেয়াল রাখতে বলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, একজনের ব্যবহারের জিনিস যাতে অন্য কারওর ক্ষেত্রে ব্যবহার না করা হয় সেদিকে নজর রাখতে হবে।
২১ মে থেকে বড় দোকান খোলার অনুমতি মিললেও হকার মার্কেট খোলার অনুমতি দেওয়ার বিষয়ে আগামী ২৭ মে’র পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
এছাড়াও এদিন তিনি সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার কথাও বলেছেন। তবে আপাতত চালু হচ্ছে না রেস্তোরাঁ, সিনেমা হল, থিয়েটার হল।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রয়োজনে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফুর নির্দেশ দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এ রাজ্যে সরকারি ভাবে কোনও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে না। তবে বেআইনি ভাবে জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে। এর সঙ্গে তিনি কেন্দ্রের নাইট কার্ফুর সমালোচনা করে বলেন, 'নাইট কার্ফু জারি করে মানুষের ভোগান্তি ঠিক নয়। কেন্দ্রীয় সরকার বলেছে রাত ৭ টা থেকে সকালে ৭ পর্যন্ত কার্ফু থাকবে। তবে আমরা বলছি না কার্ফু। আমরা বলছি, সন্ধে ৭ টার পর বাড়ির ভিতরে থাকবেন। মুক্তমনে থাকবেন।'
Tags:
রাজ্য