
সার্বভৌম সমাচার কলকাতা ঃ করোনার দাপটে লকডাউন কাটিয়ে প্রথমে সরকারি বাস, তারপর ট্যাক্সি, এবারে রাজ্যে চালু হচ্ছে অটো পরিষেবা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে অটো পরিষেবা শুরু হবে আগামী ২৭ মে থেকে। তবে দু' জনের বেশি যাত্রী অটোতে নেওয়া যাবে না। অরেঞ্জ, গ্রিন জোনের সঙ্গে বি এবং সি জোনেও অটো চলতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে সে ক্ষেত্রে অবশ্যই পুলিশের সঙ্গে বৈঠক করতে হবে।
ইতিপূর্বে সরকার ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু কম যাত্রীর কারণ দেখিয়ে বেসরকারি বাস মালিকরা যে বাড়তি ভাড়ার দাবি করেছিল, তাতে অনুমোদন দেয়নি সরকার। ফলে রাস্তায় এখনও নামেনি বাস। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে অটো নিয়েও। সাধারণত অটোতে চারজন যাত্রী নেওয়া কথা থাকলেও শহরতলিতে আরও বেশি যাত্রী তোলা হয়। আর সেখানে দাঁড়িয়ে ভাড়া না বাড়িয়ে দু' জন যাত্রী নিয়ে অটো পরিষেবা আদেও কি শুরু হবে; তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
ইতিপূর্বে সরকার ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু কম যাত্রীর কারণ দেখিয়ে বেসরকারি বাস মালিকরা যে বাড়তি ভাড়ার দাবি করেছিল, তাতে অনুমোদন দেয়নি সরকার। ফলে রাস্তায় এখনও নামেনি বাস। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে অটো নিয়েও। সাধারণত অটোতে চারজন যাত্রী নেওয়া কথা থাকলেও শহরতলিতে আরও বেশি যাত্রী তোলা হয়। আর সেখানে দাঁড়িয়ে ভাড়া না বাড়িয়ে দু' জন যাত্রী নিয়ে অটো পরিষেবা আদেও কি শুরু হবে; তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
আরও দেখুন--
#AUTO #CM #Calcutta #মুখ্যমন্ত্রী #চলবে অটো