অবশেষে পরিযায়ীদের সম্পূর্ণ রেল ভাড়া দেওয়ার কথা ঘোষণা করলেন মমতার সরকার

অবশেষে পরিযায়ীদের সম্পূর্ণ রেল ভাড়া দেওয়ার কথা ঘোষণা করলেন মমতার সরকার

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্পেশাল রাজধানী ট্রেনে করে ঘরে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। সেখানে বলা হয়েছিল, রেলের ভাড়ার একাংশ বহন করতে হবে সশ্লিষ্ট রাজ্য সরকার বা যাত্রীদেরই। কেন্দ্রের এই ঘোষণার পরই বিতর্কের দানা বাঁধে দেশজুড়ে । করোনা আবহে লকডাউনে কাজ হারানো চরম দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা কীভাবে সেই ভাড়া জোগাড় করবে; তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী শিবির। কেন্দ্র কেনই বা পরিযায়ী শ্রমিকদের রেলের ভাড়া মেটাবে না তা নিয়েও সরব হতে দেখা যায় বিরোধী শিবিরের একাংশের।


        আরও পড়ুন--

অবশেষে পরিযায়ীদের রেল ভাড়া বিতর্কের অবসান হতে চলেছে রাজ্যে? ভিন রাজ্য থেকে বাংলায় ফেরত্‍ পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই রেলকে চিঠি দিয়ে জানিয়েছে নবান্ন। টুইটে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন টুইটবার্তায় জানিয়েছেন, 'আমাদের পরিযায়ীদের পরিশ্রমকে কুর্নিশ। খুশির সঙ্গে জানাচ্ছি যে, ভিন রাজ্য থেকে ট্রেনে করে বাংলায় আগাত পরিযায়ী শ্রমিকদের রেলভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। কোনও পরিযায়ীকে ভাড়া গুনতে হবে না।'


অবশেষে পরিযায়ীদের সম্পূর্ণ রেল ভাড়া দেওয়ার কথা ঘোষণা করলেন মমতার সরকার

আরও পড়ুন--


উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী এক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে থাকা রাজ্যবাসীদের ১০৫ ট্রেনে বাংলায় ফেরানো হবে। আর সেই সব ট্রেনগুলির যাত্রীর ভাড়াও রাজ্য সরকার মেটাবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, 'পরিযায়ীদের তালিকা তৈরি করা হয়েছে এবং রেল বোর্ড ও অন্য রাজ্যগুলিকেও এ বিষয়ে জানানো হয়েছে।'


আরও পড়ুন--


বিগত বেশ কয়েকদিন ধরে পরিযায়ীদের ফেরানো নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে ওঠে। এমনকি মমতার সরকার রাজ্যের মধ্যে দিয়ে ট্রেন চলাচলের অনুমতি দচ্ছে না বলেও মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যাদিকে রেলমন্ত্রকও কার্যত একই অভিযোগ করেছিল। তবে এদিন  রেলের দাবিকে 'ভুল ও বিভ্রান্তিকর' বলে জানান রাজ্যের স্বারাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও দেখুন--


Post a Comment

Previous Post Next Post