পার্টি অফিসের সামনে চায়ের দোকানে ভাংচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

পার্টি অফিসের সামনে চায়ের দোকানে ভাংচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ বনগাঁ শহর কংগ্রেসের পার্টি অফিসের সামনের চায়ের দোকান থেকে টাকা তোলার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁ থানার স্কুল রোড সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, রাম নামে এক যুবক বনগাঁ শহর কংগ্রেসের পার্টি অফিসের সামনে চায়ের দোকান দিয়ে ব্যবসা করত। বনগাঁ থানার দ্বারস্থ হয়ে ওই যুবক তার অভিযোগে জানিয়েছে, কংগ্রেস কর্মী তার থেকে টাকা চাইছে। সেই টাকা দিতে অস্বীকার করলে তার দোকান ভাঙচুর করে কংগ্রেস কর্মীরা। এমনকি ওই ব্যক্তি তার অভিযোগে আরও জানিয়েছে যে, শহর কংগ্রেস সভাপতিও তার কাছে টাকার দাবি করে ছিল।

পার্টি অফিসের সামনে চায়ের দোকানে ভাংচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

যদিও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, লোকজনের মধ্যে ওই যুবককে দোকান খুলতে বারণ করা হয়েছিল ৷ জোর করে দোকান খুলতে গেলে তা বন্ধ করে দেওয়া হয়। টাকা চাওয়া ও দোকান ভাঙচুর করার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন।


আরও দেখুন--



#congress #BONGAON #North 24 Parganas #Bongaon Shoshor Congress

Post a Comment

Previous Post Next Post