দল ত্যাগী তৃণমূলে যোগ দিতেই মিলল বড় পদ

দল ত্যাগী তৃণমূলে যোগ দিতেই মিলল বড় পদ

সার্বভৌম সমাচার, পশ্চিম মেদিনীপুর ঃ সাধারণত পুরনো দল ছেড়ে যে নেতাই তৃণমূলে আসেন, তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অমূল্য পাণ্ডা জাতীয় কংগ্রেস দলত্যাগের পর তৃণমূলে আসার পরই তাকে তৃণমূলের ব্লক সভাপতি করা হল। উল্লেখ্য, এতদিন কংগ্রেসের ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন দল ত্যাগী এই অমল পাণ্ডা।


                                                 আরও পড়ুন-- 

তবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই উপঢৌকন স্বরূপ এই বড় পদ পাওয়ার পর তিনি বলেন, কংগ্রেস যতদিন ছিলাম নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। তৃণমূলে যোগ দেওয়ার পর দলের অনুগত হয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন দল ভালো বুঝেছে বলেই গুরু দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। তবে তিনিই তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পর প্রাক্তন ব্লক সভাপতি প্রভাত মাইতিকে ওই পদ থেক সরিয়ে জেলা সহ সভাপতি পদে বসানো হয়েছে।

আরও পড়ুন--

জানা যাচ্ছে, মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ ওই নেতাকে যাঁর জায়গা সভাপতি পদে বসানো হয়েছে, তাঁকে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। আবার রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে, এতে তৃণমূল দীর্ঘদিনের রীতি বজায় রইল।

তবে তৃণমূলে যোগ দিয়েই অমল পাণ্ডা বলেন, ‘কোনও মতানৈক্য নয়, দলই সবার আগে’। দলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করে যাবেন তিনি । তাঁর লক্ষ্য থাকবে সবংয়ে বিজেপিকে মাথা তুলতে না দেওয়া। তাঁর কথায়, ‘সিপিএম মাথা তুলতে পারেনি, বিজেপিও পারবে না। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই তৃণমূলকে এগিয়ে নিয়ে যাব’।


আরও দেখুন--



#TMC #তৃণমূলে যোগ দিতেই মিলল বড় পদ #CONGRESS #manas bhuiya #paschim medinipur #MAMATA BANERJEE

Post a Comment

Previous Post Next Post