
সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ৬১ অশ্বারোহী বাহিনীর এবার অবলুপ্তি হবে। ঘোড়ার যায়গায় জওয়ানদের কাছে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক। উল্লেখ্য, ৬১ অশ্বারোহী বাহিনী ভারতীয় সেনাদলে অন্তর্ভুক্ত করা হয় স্বাধীনতার ঠিক পরেই। যখন রাজার অধীনে থাকা রাজ্য গুলো ভারতের সঙ্গে মিশে যায়। তখন সেই রাজ্যের সেনাবাহিনীর অবলুপ্তি ঘটানো হয়। তবে ঘোড়াদের কাজে লাগিয়ে একটি পৃথক রেজিমেন্ট তৈরি করা হয়। এই অশ্বারোহী বাহিনীতে যুক্ত করা হয় গোয়ালিয়র লান্সসার্স, মহীসূর লান্সসার্স এবং যোধপুর/ কাছায়া অশ্বারোহী বাহিনীকে।
আরও পড়ুন--
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, জয়পুরের এই রেজিমেন্টকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। একজন উচ্চপর্যায়ের আধিকারিক জানিয়েছেন, 'দেশের বিভিন্ন প্রান্তে তিনটে স্বায়ত্তশাসিত স্কোয়াড্রন রয়েছে। সেগুলোকে একই ছাতার তলায় এনে সাঁজোয়া বাহিনী বানানো হবে। এতে অতিরিক্ত কোনো খরচও হবে না। কারণ, ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কোয়াড্রনগুলোর নিজস্ব ট্যাংক রয়েছে।'
আরও পড়ুন--
এই রূপান্তরের প্রক্রিয়া পুরো সম্পন্ন হতে পাঁচ মাস বা তারও অধিক সময় লাগবে। ভাইরাস সংক্রমণে বিধিনিষেধ জারি থাকায় নতুন জায়গায় রাখা হবে।
সূত্রের খবর সেনাবাহিনীর ঘোড়াগুলিকে রাখা হবে দিল্লির আর্মি পোলো ও রাইডিং ক্লাবে, যেখানে ইতিমধ্যেই কয়েক ইউনিট সেনাবাহিনী রয়েছে।
সূত্রের খবর সেনাবাহিনীর ঘোড়াগুলিকে রাখা হবে দিল্লির আর্মি পোলো ও রাইডিং ক্লাবে, যেখানে ইতিমধ্যেই কয়েক ইউনিট সেনাবাহিনী রয়েছে।
আরও পড়ুন--
এবিষয়ে আরও উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধে আরো কীভাবে অত্যাধুনিক করা যায়, সেই বিষয় খতিয়ে দেখতে সেখানকার কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জিবি তে শেখাতকার। সেই কমিটিই ২০১৬ সালে তাঁদের রিপোর্ট জমা দেয়। এই কমিটির সুপারিশ মেনেই পরিবর্তন আনা হচ্ছে। অশ্বারোহী বাহিনী মূলত সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকত। তাছাড়া অশ্বারোহী খেলার সঙ্গেও যুক্ত থাকত। এই বাহিনী থেকেই বেরিয়েছে একের পর এক বিখ্যাত রাইডার।
তবে এবারে এই বাহিনী অবলুপ্তির পরে রাষ্ট্রপতির নিজস্ব অশ্বারোহী বাহিনী বাদে ঘোড়ার কোনো অস্তিত্ব রইল না ইন্ডিয়ান আর্মিতে। রাষ্ট্রপতির বিভিন্ন আনুষ্ঠানিক কাজে ব্যবহার করা হবে অশ্বারোহী বাহিনীকে।
তবে এবারে এই বাহিনী অবলুপ্তির পরে রাষ্ট্রপতির নিজস্ব অশ্বারোহী বাহিনী বাদে ঘোড়ার কোনো অস্তিত্ব রইল না ইন্ডিয়ান আর্মিতে। রাষ্ট্রপতির বিভিন্ন আনুষ্ঠানিক কাজে ব্যবহার করা হবে অশ্বারোহী বাহিনীকে।
#৬১ অশ্বারোহী বাহিনী #ভারতীয় সেনাবাহিনী #এবারে অবলুপ্তি পথে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ৬১ অশ্বারোহী বাহিনীর #এবারে অবলুপ্তি পথে #INDIAN ARMY #horsemen of indian army